25 C
Kolkata

“পঞ্চায়েতে ৭০হাজার আসনে প্রার্থী দিতে হবে। এত প্রার্থী বিরোধীদের আছে তো !”, বিরোধীদের তোপ অভিষেকের

শনিবার কেশপুরের জনসভা থেকে বিরোধীদের তীব্র কটাক্ষ করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “পঞ্চায়েতে ৭০হাজার আসনে প্রার্থী দিতে হবে। এত প্রার্থী বিরোধীদের আছে তো!” একইসঙ্গে তিনি জানিয়ে দেন, মনোনয়ন দিতে না পারলে ‘এক ডাকে অভিষেকে’ ফোন করুন। অভিষেক আরও বলেন, ভোট এলেই বিরোধীরা বলেন তাঁরা না কি মনোনয়ন জমা দিতে পারছেন না। “পঞ্চায়েত ভোটে এরকম হলে আমায় ফোন করুন। আমি দায়িত্ব নিয়ে আপনার মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করব।” আগে প্রার্থী ঠিক করুন। জমা দিতে না পারার গল্প শোনাবেন না।

এদিন একযোগে সিপিআইএম ও বিজেপিকে আক্রমণ করেন অভিষেক (Abhishek Banerjee)। বিরোধীদের তীব্র খোঁচা দিয়ে অভিষেক বলেন, তৃণমূলের নেতা কর্মীরা তো আর কাস্তে-হাতুড়ি-তারা বা পদ্ম চিহ্নে দাঁড়াবেন না ! তাঁর কথায়, “সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ হয়েছে। লাল জামা ছেড়ে গেরুয়া পরে মানুষের বাড়ি গিয়ে বিভ্রান্ত করছে। সেই সন্ত্রাস, গুন্ডামি, বোমা-বন্দুকের রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে।“ অভিষেক (Abhishek Banerjee) আরও বলেন, ‘সিপিএম-বিজেপিকে বলব, গলাগলি না করে একা লড়ুন। সমবায়ে দেখেছেন রাম-বাম মডেল। তা-ও তৃণমূলকে হারাতে পারেনি। মনোনয়ন না করতে পারলে আমাকে জানাবেন। আমি মনোনয়ন করিয়ে দিয়ে যাব। মনোনয়ন করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু আগে প্রার্থী বাছাই করুন। তৃণমূলের লোকেরা তো আর পদ্মফুল বা কাস্তে হাতুড়ি চিহ্নে দাঁড়াতে পারবেন।’ এক ডাকে অভিষেকের নম্বর জানিয়ে দেন তিনি। বলেন, “নম্বরটা দিয়ে রাখছি- ৭৮৮৭৭৭৮৮৭। আমি দায়িত্ব নিয়ে মনোনয়ন করিয়ে দেব।” বাংলার মানুষের বঞ্চনা নিয়েও বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, বাংলার ভোটে আসন না পেয়ে রাজ্যের মানুষের পেটে লাথি মারছে বিজেপি।

আরও পড়ুন:  WB Government: দৃশ্যদূষণে পদক্ষেপ, যেখানে সেখানে লাগানো যাবে না হোর্ডিং

Featured article

%d bloggers like this: