22 C
Kolkata

Mamata Banerjee: ২৮ মার্চ, ১১ হাজার কিমি রাস্তা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পূর্ব ঘোষিত রাস্তাশ্রী প্রকল্প বাস্তবায়নের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘রাস্তাশ্রী’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হবে আগামী ২৮ মার্চ। প্রশাসনিক সূত্রের খবর, ওই দিন ভার্চুয়াল মাধ্যমে একযোগে সাড়ে ১১ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘রাস্তাশ্রী’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করতে হবে বলে প্রত্যেক জেলা প্রশাসনকে নির্দেশ দিল নবান্ন। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে মহিলাদের যথাসম্ভব উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরের প্রতি অনুষ্ঠানে অন্তত ৫০০ জনের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

বিশেষ জোর দেওয়া হচ্ছে মহিলাদের উপস্থিতিতে। ওই অনুষ্ঠানে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অন্তত ৫০ শতাংশ অতিথি যেন মহিলা হন তা নিশ্চিত করতে বলা হয়েছে। কেন্দ্রের মোদি সরকার বাংলাকে যেমন ১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা দিচ্ছে না তেমনই আটকে রেখেছে গ্রামীণ সড়ক নির্মাণের টাকাও। ফলে গ্রামের সড়ক পরিকাঠামোর উন্নয়ন এবং গরিব মানুষকে রাস্তা তৈরির কাজে লাগিয়ে তাঁদের হাতে নগদ টাকা পৌঁছে দিতে ‘রাস্তাশ্রী’ প্রকল্প হাতে নিয়েছে রাজ্য।

আরও পড়ুন:  LIC: ৯৩ লাখ রিটার্ন ! আপনাকে কোটিপতি করে দেবে LIC-র এই স্কিম

এই কাজে ১০০ দিনের কাজের প্রকল্পের জব কার্ডধারী-রা যাতে কাজ পায় সেটা কাজের টেন্ডার পাওয়ার ঠিকাদারদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তাঁদের কাজ দেওয়ার শর্তেই ঠিকাদারদের টেন্ডার দেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্য বাজেটে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকায় গ্রাম বাংলার সাড়ে ১১ হাজার কিমি রাস্তা হয় নতুন করে নির্মাণ করা হবে, না হয় সেই রাস্তা সংস্কার করা হবে।

Featured article

%d bloggers like this: