নিজস্ব প্রতিবেদন : টেট আন্দোলন কারীদের পুলিশের কামড়ানো বিতর্কে শুভেন্দু অধিকারী বলেন,’সেদিন কামড়ানোর সুযোগ দিইনি’। যা নিয়ে রীতিমত চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
বিরোধী দলনেতাকে এদিন বলতে শোনা যায় ,’পুলিশও যে কামড়াতে পারে ধারণা ছিলনা। ব্রিগেড যাওয়ার সময় এই মহিলাই আমার উপর চড়াও হয়েছিল। আগে থেকেই সবটা পরিকল্পনা করা ছিল। ওরা চেয়েছিল ওই মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে আমার হাতাহাতি হোক।কিন্তু সেদিন আমি প্রতিবাদ করি। কামড়ানোর সুযোগ দিইনি।
প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন এক মহিলা পুলিশকে গায়ে হাত দিতে নিষেধ করতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। ‘ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি, আই অ্যাম মেল। একজন মহিলা পুলিশ কর্মী হয়ে আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আমি গায়ে হাত দিতে দেব না।’ ক্যামেরার সামনেই এ কথা বলতে শোনা গিয়েছিল শুভেন্দুকে। যা নিয়ে শুভেন্দুর গিকে লাগাতার চাঁচাছোলা আক্রমণ শানাতে দেখা গিয়েছিল মদন-কুণালের মতো তৃণমূলের প্রথম সারির নেতাদের।