20 C
Kolkata

Soham Chakraborty: দিলীপ ঘোষ ২ টাকার গুণ্ডা!

নিজস্ব প্রতিবেদন: সোহম চক্রবর্তীর মুখে বিস্ফোরণ। রবিবার দুর্গাপুরের কাঁকসার মুচিপাড়ায় তৃণমূলের বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক সোহম। সেখানে পঞ্চায়েত নির্বাচনে একত্রিত হওয়ার ডাক দেন তিনি। ওই সভা থেকে বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে দিলীপ ঘোষের নাম চলে আসে তাঁর মুখে। সোহমের তীব্র কটাক্ষ, ‘নাম করে বলছি, দিলীপ ঘোষ দু টাকার গুন্ডা। ভয় পেয়েছে তাই তরোয়াল নিয়েছে।’ এতেই থামেননি চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। সোহম আরও বলেন, ‘আমাদের ফলে দশভূজা নেত্রী আছেন। মা-বোনেরা চড়-থাপ্পড় মারা শুরু করলে দিলীপকে বাংলা ছাড়তে হবে।’

এই নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের হাওয়া। পালটা সরব হয়েছে বিজেপিও। তৃণমূলের ভাষার রাজনীতি নিয়ে কটাক্ষ করেছেন গেরুয়া নেতারা। ভাষা সংস্কৃতি নিয়ে রাহুল ঘোষ জানান, ‘পশ্চিমবঙ্গে ভাষার সংস্কৃতি যদি কেউ নষ্ট করে থাকে, সেটা সিপিএম এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের মুখে ভাষা শুনলেই বোঝা যায় দলটা অশোভনীয়।’

আরও পড়ুন:  Jalpaiguri Road Accident: সপ্তাহের প্রথমদিনেই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা জলপাইগুড়িতে

Featured article

%d bloggers like this: