নিজস্ব সাংবাদদাতা: আর একমাস পরেই ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে জুনিয়র হকি বিশ্বকাপ। তার আগই জাতীয় শিবিরে থাকা একঝাঁক হকি খেলোয়াড় আক্রান্ত হলেন ডেঙ্গির মত মারাত্মক রোগে।
প্রসঙ্গত, সামগ্রিকভাবে দেখলে, এই পুরো পরিস্থিতিটাই কিন্তু বেশ চাপে ফেলে দিয়েছে হকি কর্তাদের। শুধু ভুবনেশ্বর নয়, ইতিমধ্যেই বেঙ্গালুরুতে সাইয়ের ২০০ অ্যাথলিটের মধ্যে ৫০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । যার মধ্যে চারজন হকি প্লেয়ারও আছেন। তীব্র জ্বর আর দুর্বলতা দেখে অ্যাথলিটদের রক্ত পরীক্ষা করার পর ধরা পড়েছে ওই সকল খেলোয়াড়রা ডেঙ্গু আক্রান্ত।

এই সমন্ধে বেঙ্গালুরুর সাইয়ের এক শীর্ষকর্তা ঋতু পথিক বলেন, দক্ষিণের এই শহরে কয়েকদিন ধরেই তীব্র বৃষ্টি হচ্ছিল। তার মধ্যেই ৪০-৫০ জন অ্যাথলিট জ্বর আর দুর্বলতার কথা জানায় আমাদের। ওই সকল খেলোয়াড়দের ব্লাড টেস্ট করার পর ৫ জনের ডেঙ্গু ধরা পড়ে। এখন তাঁরা আপাতত ভালোই আছেন । তবে আর কারও যাতে ডেঙ্গি না হয়, তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে সাইয়ের পক্ষ থেকে।
