নয়াদিল্লি: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনে বাইচুং ভুটিয়াকে পরাস্ত করে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক কল্যাণ চৌবে। এরপর শনিবারই দিল্লির ফুটবল হাউসে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন নয়া নির্বাচিত সভাপতি। এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এনএ হ্যারিস, কোষাধ্যক্ষ অজয় কিপা ও নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা। ভাইচুং ভুটিয়া ছাড়া কমিটিতে থাকা বাকি ছয়জন বিশিষ্ট ফুটবলারও উপস্থিত ছিলেন ফুটবল হাউসের এই বৈঠকে। এদিম কার্যনির্বাহী সমিতির সদস্যদের স্বাগত জানিয়ে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে বলে, ‘এই প্রথমবারের মতো ছয়জন প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে কমিটিতে রয়েছেন। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টায় কোনো ব্যক্তিগত অহংকার বাধা হয়ে দাঁড়াবে না।’

এদিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সচিব হিসাবে ডাঃ শাজি প্রভাকরণের নাম প্রস্তাব করেন নয়া সভাপতি কল্যাণ চৌবে। সকল সদস্যদের সম্মতিক্রমে সচিব পদে তাঁর নামেই শিলমোহর দেওয়া হয়। ফিফার আঞ্চলিক উন্নয়ন আধিকারিক হিসাবে প্রভাকরণের কাজের অভিজ্ঞতা ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সাহায্য করবে বলেই জানান কল্যাণ। কার্যকরী সমিতির ও ফেডারেশন সভাপতির প্রস্তাব অনুসারে, সুনন্দ ধরকে নতুন ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে। প্রাক্তন ফুটবলার আইএম বিজয়নকে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউজেনসন লিংডো, ক্লাইম্যাক্স লরেন্স, হরজিন্দর সিং, অরুণ মালহোত্রা এবং পিঙ্কি বোমপালকে এআইএফএফ টেকনিক্যাল কমিটির সদস্যপদ দেওয়া হচ্ছে। এদিকে উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে প্রাক্তন ভারত অধিনায়ক শাব্বির আলীর নাম ঘোষণা করা হয়েছে।