নিজস্ব প্রতিবেদন: প্যারিস সেন্ট জার্মানকে বিদায় জানালেন অ্যাঞ্জেল ডি মারিয়া। দীর্ঘ সাত বছর ধরে পিএসজির মাঝমাঠে ভরসা যোগানোর পর ফরাসি ক্লাব ছাড়লেন ডি মারিয়া। আর্জেন্টাইন তারকার এটাই যে প্যারিসে শেষ মরশুম হবে সেটা কেউ ভাবতেই পারেনি। বেশ কয়েকদিন ধরেই ডি মারিয়ার পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে গত শনিবার রাতে পিএসজি জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেললেন আর্জেন্টাইন তারকা। এদিন পিএসজি-র তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হল তাকে। বিদায়ী ম্যাচে একটি গোলও করেন তিনি। এই ম্যাচে ৫-০ ব্যবধানে জয় পায় ফরাসি লিগের এই খ্যাতনামা দলটি। মেসের বিরুদ্ধে শেষ তথা পঞ্চম গোলটি করেন ডি মারিয়া। বিদায় বেলায় চোখের জলকে আটকে রাখতে পারেননি আর্জেন্টিনাকে গত বছর কোপা জেতানো এই ফুটবলারটি। লিওনেল মেসির সতীর্থ গোলের পর এবং ম্যাচ শেষে সমর্থকদের দিকে তাকিয়ে কেঁদে ফেলেন তিনি। মাঠে খেলা দেখতে আসা সমর্থকরা সকলেই উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে ডি মারিয়াকে কুর্নিশ জানান। পিএসজি-র সভাপতি নাসের আল খেলাইফি জানান, ‘আমাদের ক্লাবের ভালো-মন্দ সমস্ত কিছু সঙ্গে গত সাত বছর ধরে যুক্ত ছিল ডি মারিয়া। ক্লাব এবং সমর্থকরা ওর অবদান সর্বদা মনে রাখবে।’ পাশাপাশি, ক্লাবের তরফ থেকে ডি মারিয়াকে সংবর্ধনাও দেওয়া হয়েছে। তবে তাঁর নতুন ঠিকানা কোথায় হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।