24 C
Kolkata

ATK MohunBagan : দলের খেলায় খুশি নন সবুজ মেরুন কোচ ফেরান্দো

নিজস্ব প্রতিবেদন: বেঙ্গালুরুকে এক গোলে হারিয়ে তিন পয়েন্ট ঘরে আনলেও দলের খেলায় একেবারেই খুশি নন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। তিনি মনে করেন, এখনও অনেক কাজ বাকি ও অনেক জায়গায় উন্নতি করতে হবে দলকে। বিশেষ করে যে স্টাইলে দলকে খেলাতে চান তিনি, তা এখনও দলের সবাই রপ্ত করতে পারেননি বলে তাঁর বিশ্বাস। তবে ক্রমশ তা হয়ে যাবে বলে তাঁর আশা। কান্তিরাভা স্টেডিয়ামে শনিবার ১-০ জয়ের পরে সাংবাদিক বৈঠকে ম্যাচের পারফরম্যান্স নিয়ে ফেরান্দো বলেন, ‘সত্যি বলতে, আমি খুব একটা খুশি নই। অ্যাওয়ে ম্যাচে যা হচ্ছে, এ দিনও শুরুতে মিনিট কুড়ি দলকে তৈরি মনে হয়নি। অনেক ভুল পাস হয়েছে। আমরা আক্রমণে উঠলেও শেষ পাস বা শট মোটেই ঠিক হচ্ছিল না। আমাদের ছোটখাটো ব্যাপারগুলোতে আরও উন্নতি করতে হবে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ যখন আরও গতি বাড়ানোর চেষ্টা করল, প্রতিটা সেকেন্ড বল যখন ওরা ছিনিয়ে নিতে শুরু করল, তখনও আমরা দল হিসেবে খেলতে পারিনি। ওই সময় আমাদের আরও সঙ্ঘবদ্ধ হয়ে খেলা উচিত ছিল। তা হলে ম্যাচটা আমাদের কাছে আরও সহজ হয়ে যেত। তবে এ রকম একটা দলের বিরুদ্ধে যে আমরা শেষ পর্যন্ত জিতে মাঠ ছাড়তে পেরেছি, এটাই অনেক। তিন পয়েন্টের জন্য খুশি, কিন্তু পারফরম্যান্সের জন্য নই।’ আরও যোগ করে ফেরান্দোর মন্তব্য, ‘আসলে নিজেদের খেলার ধরন নিয়ে যে ধারণাটা রয়েছে দলের মধ্যে, সেটা পরিষ্কার হওয়া দরকার। আজকের ম্যাচের প্রতিপক্ষের পরিকল্পনা কী রকম হতে পারে, তা আমাদের জানাই ছিল। ওরা যে সেকেন্ড বলের ক্ষেত্রে অনেক বেশি তৎপর, তা আমাদের জানাই ছিল। আমরা অনুশীলনে সে রকম পরিস্থিতি তৈরি করে প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু ম্যাচ তা কার্যকর হতে দেখলাম না। এটা খুবই হতাশাজনক। ওদের রাইট ব্যাক ও লেফট ব্যাক যে ভিতরে ঢুকে আসছিল এবং হাভিকে ওদের পাস দেওয়াটা হয়তো নতুন পরিকল্পনা হতে পারে। আমাদের সেটা বোঝা উচিত ছিল। তবে যেহেতু এই দলটা ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে, যথেষ্ট ভাল, তাই এখান থেকে তিন পয়েন্ট জিতে নিয়ে যাওয়াট মোটেই সোজা ছিল না।’ 

আরও পড়ুন:  Naukri: লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্য স্কুলে শিক্ষক নিয়োগ

Featured article

%d bloggers like this: