নিজস্ব প্রতিবেদন: তিন ফুটবলারের চুক্তির মেয়াদ বাড়ালো এটিকে মোহনবাগান। দেশের অন্যতম সেরা উইঙ্গার লিস্টন কোলাসোর সঙ্গে আরও পাঁচ বছরের চুক্তি করল সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। গত মরশুমে এটিকে মোহনবাগানে যোগ দিয়েছিলেন লিস্টন। ২০২১-২২ মরশুমে ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বাধিক গোলদাতা ছিলেন গোয়ার এই ফুটবলার। আটটি গোল করার পাশাপাশি ছ’টি গোলের পাস বাড়িয়েছিলেন লিস্টন। এএফসি কাপের গ্রুপ পর্বের চারটি গোল এসেছিল তাঁর পা থেকে। লিস্টনের পাশাপাশি চুক্তি বৃদ্ধি করা হয়েছে মনবীর সিং এবং দীপক টাংরির সঙ্গেও। জাতীয় দলের স্ট্রাইকার মনবীরের সঙ্গেও পাঁচ বছরের চুক্তি করেছে এটিকে মোহনবাগান। আগামী চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মাঝ মাঠের খেলোয়ার দীপক টাংরি।
চুক্তির মেয়াদ বৃদ্ধির পর লিস্টন জানিয়েছেন, ‘দেশের ঐতিহ্যবাহী ক্লাবে এসে দেখলাম এখানকার পরিবেশ ও পরিকাঠামো খুব ভালো। সেজন্যই পাঁচ বছর থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গতবছর ভাল খেলেও এর জন্য আইএসএল ট্রফি পাইনি। তবে এবার ট্রফিটা জিততে চাই। আমাদের দল এবার আগের থেকেও শক্তিশালী হয়েছে। নতুন অনেক ফুটবলার এসেছে। প্রস্তুতি ভালো হয়েছে। আমরা সকলেই একশো শতাংশ দিতে প্রস্তুত।’ বাগানের স্ট্রাইকার মনবীর সিং বলেন, ‘আমরা জয় দিয়ে আইএসএলে যাত্রা শুরু করতে চাই। আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’ চার বছরের চুক্তি বৃদ্ধিতে উচ্ছ্বসিত দীপক টাংরিও।