25 C
Kolkata

ATK MohunBagan : কলকাতায় চলে এল আবাহনী, ম্যাচের আগে সাবধানি ফেরান্দো

নিজস্ব প্রতিবেদন: এটিকে মোহনবাগানের বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচ খেলতে শনিবার কলকাতায় চলে এল ঢাকা আবাহনী দল। ১৯ এপ্রিল এএফসি কাপের প্রিলিমিনারি পর্বের দ্বিতীয় ম‍‍্যাচে বাংলাদেশের ঢাকা আবাহনীর মুখোমুখি হবে সবুজ মেরুন ব্রিগেড। সেই ম‍্যাচে নামার আগে আবাহনীকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। অন্যদিকে আবাহনীর বিরুদ্ধে রয় কৃষ্ণার দলে না থাকাটা দলের পক্ষে ক্ষতি বলেও মানছেন বাগান কোচ। তবে চোট কাটিয়ে অনুশীলন শুরু করেছেন সন্দেশ ঝিঙ্ঘান। কাজেই ঢাকা আবাহনীর বিরুদ্ধে সন্দেশের মাঠে নামার সম্ভাবনা ক্রমশ বাড়ছে।

গত ১২ এপ্রিল এএফসি কাপের প্রিলিমিনারি পর্বের প্রথম ম‍্যাচে শ্রীলঙ্কার ব্লু স্টার এফসির বিরুদ্ধে ৫ গোলে দুরন্ত জয় পেয়েছিল এটিকে মোহনবাগান। এবার এএফসি কাপের দ্বিতীয় ম‍‍্যাচে ঢাকা আবাহনীর বিরুদ্ধে খেলতে হবে ফেরান্দোর ছেলেদের। শ্রীলঙ্কার ব্লু স্টার ও আবাহনীর মধ্যে শক্তির পার্থক্য রয়েছে। ব্রাজিলের দুজন ফুটবলার ছাড়াও কোস্টারিকা এবং বসনিয়ার ফুটবলার রয়েছে আবাহনীর দলে। সেই সঙ্গে আবাহনী আক্রমনাত্মক ফুটবল খেলে। কাজেই আবাহনীর বিরুদ্ধে মাঠে নামার আগে যথেষ্ট সাবধানি বাগান কোচ জুয়ান ফেরান্দো। অন্যদিকে শনিবার দিনটা বিশ্রাম নিয়ে রবিবার থেকে অনুশীলনে নেমে পরবে ঢাকা আবাহনী। প্রসঙ্গত ১৯ তারিখ ম্যাচ জিততে পারলে এএফসি কাপের ‘ডি’ গ্রুপে যায়গা করে নেবে এটিকে মোহনবাগান। ইতিমধ্যেই সরাসরি ওই গ্রুপে যায়গা করে নিয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। তবে বাগানের মুখোমুখি হওয়ার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী ঢাকা আবাহনীর কোচ ও ফুটবলাররা। কাজেই খুব সহজে যে ম্যাচ জেতা যাবেনা তা ভালোভাবেই বুঝতে পারছে সবুজ মেরুন ব্রিগেড।

আরও পড়ুন:  Argentina vs Poland : গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় আর্জেন্তিনা, হেরেও নকআউটে লেওয়ানডস্কির পোল্যান্ড

Featured article

%d bloggers like this: