দোহা: ডেনমার্ককে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল অস্ট্রেলিয়া। ১-০ গোলে হারিয়ে নক-আউট পর্বের টিকিট নিশ্চিত করে নিল সকারুসরা। পূর্ণ শক্তির ডেনমার্কের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র গোলটি করে ম্যাথিউ লেকি। ডেনমার্কের বিপক্ষে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার জন্য সমীকরণ ছিল সহজ। ড্র করলেই তারা পৌঁছে যেত শেষ ষোলোতে। ৫৮ মিনিটে ফ্রান্সের বিপক্ষে গোল দেয়ার পর জয়ের বিকল্প ছিল না তাদের। দুই মিনিটেই সরিয়ে দেয় অস্ট্রেলিয়া। অনেকটা একক নৈপুন্যে গোল করেন ল্যাকি। নিজেদের অর্ধ থেকে বল পাওয়ার পর ডিফেন্ডার মেহিলেকে বোকা বানিয়ে বল জালে জড়ান। বাকি ত্রিশ মিনিট রক্ষণে ব্যস্ত থেকে দলের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। প্রথমার্ধে ডেনমার্ক বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। সুযোগ নষ্টের মাশুল দিয়ে বিদায় নিতে হলো বিশ্বকাপ থেকে।

এদিন ম্যাচের ১৯ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাট রায়ান দারুণ সেভ করেন। জোয়াকিম মেহলের শট অস্ট্রেলিয়ার সাউটারের গায়ে লেগে ঢুকে যাচ্ছিল। রায়ান ঝাঁপিয়ে পড়ে বাঁচান। তার পর ম্যাচের নিয়ন্ত্রণ কিছুক্ষণের জন্যে চলে যায় অস্ট্রেলিয়ার হাতে। খুব একটা চোখে পড়ছিলেন না ক্রিশ্চিয়ান এরিকসেন। তবে বিরতির আগে তাঁর একটি প্রচেষ্টা প্রতিহত হয়। বিরতির পরে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে ম্যাকগির শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়। দু’দলের মধ্যে সেই ধরনের ফুটবলার দেখা যাচ্ছিল না, যিনি বক্সের মধ্যে একার দক্ষতায় গোল করতে পারেন। তবে ৬০ মিনিটে গোলের মুখ খুঁজে পায় অস্ট্রেলিয়া। একক দক্ষতায় গোল করেন ম্যাথু লেকি। মেহলকে দু’বার কাটিয়ে গোলকিপারকে ভুল দিকে পাঠিয়ে গোল করেন তিনি। গোল পেয়েই অনেকটা আত্মবিশ্বাস পেয়ে যায় অস্ট্রেলিয়া। মরিয়া হয়ে আরও একটি গোল তুলে নেওয়ার চেষ্টা করতে থাকে তারা। অন্য দিকে ডেনমার্কও ছেড়ে দেওয়ার পাত্র নয়। কিন্তু এরিকসেনরা হাজার চেষ্টা করেও গোল করতে পারেননি।