32 C
Kolkata

Badminton : মালয়েশিয়া ওপেনের শেষ আটে সিন্ধু, প্রণয়

কুয়ালালামপুর: বৃহস্পতিবার থাইল্যান্ডের প্রতিপক্ষ ফিতায়াপর্ন চাইওয়ানকে হারিয়ে মালয়েশিয়া ওপেনের শেষ আটের টিকিট পাকা করে ফেললেন পিভি সিন্ধু। আরেক ভারতীয় শাটলার এইচ এস প্রণয়ও টুর্নামেন্টের শেষ আটে জায়াগা পাকা করে ফেলেছেন। দু-বারের অলিম্পিক্স পদকজয়ী পিভির সিন্ধুর জন্য ম্যাচ জেতা একেবারেই সহজ ছিলনা। শুরুতে পিছিয়ে পড়লেও দুরন্ত লড়াই করে ম্যাচে প্রত্যাবর্তন করেন সিন্ধু। ১৯-২১ ব্যবধানে প্রথম ম্যাচ জিতে নেন চাইওয়ান। প্রথম গেমে পরাস্ত হওয়ায় দ্বিতীয় গেম মরণ বাঁচন ছিল সিন্ধুর কাছে। আর পরবর্তী দুই গেমে সিন্ধু উড়িয়ে দেন থাই প্রতিপক্ষকে। দীর্ঘ ৫৭ মিনিটের লড়াইয়ে সিন্ধুর পক্ষে ম্যাচের ফল ২১-১৯, ২১-৯ ও ২১-১৪। কোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষও চাইনিজ তাইপেইর তাই জু ইং।

সিন্ধুর পাশাপাশি পুরুষ সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে জায়াগা পাকা করে ফেলেছেন এইচ এস প্রণয়। প্রতিযোগিতার চতুর্থ বাছাই চউ টিয়ান চিনকে স্ট্রেট সেটে হারিয়েছেন প্রণয়। ভারতীয় শাটলারের পক্ষে ম্যাচের ফল ২১-১৫ ও ২১-৭। শেষ আটের ম্যাচে প্রতিযোগিতার সপ্তম বাছাই জনাথন ক্রিস্টির মুখোমুখি হবেন তিনি।

আরও পড়ুন:  Education: এখনই নয় ৪ বছরের স্নাতকত্ত , অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী

Featured article

%d bloggers like this: