22 C
Kolkata

PV Sindhu : সেমিফাইনালে বিধ্বংসী সিন্ধু, হেলায় হারালেন কাওয়াকামিকে

সিঙ্গাপুর: জাপানি প্রতিপক্ষকে স্ট্রেট সেটে হারিয়ে সিঙ্গাপুর ওপেনের ফাইনালের টিকিট আদায় করেনিলেন সিন্ধু। টোকিও অলিম্পিকের পর থেকেই চেনা ছন্দে পাওয়া যাচ্ছিলনা ভারতের ব্যাডমিন্টন তারকাকে। একের পর এক টুর্নামেন্টে ব্যর্থতার পর সিঙ্গাপুর ওপেনের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন সিন্ধু। শুক্রবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে হ্যান ইউয়ের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় শাটলার। সেই ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জয় পান সিন্ধু। এরপর সেমিফাইনালে তিনি জাপানের সিনা কাওয়াকামির মুখোমুখি হয়েছিলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী শাটলার। এদিন মাত্র ৩১ মিনিটের লড়াইয়ে জাপানি শাটলারকে হেলায় হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে খেলা নিশ্চিত করেন পিভি সিন্ধু। ভারতীয় শাটলারের পক্ষে ম্যাচের ফল ২১-১৫ ো ২১-৭।

শনিবার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সিন্ধু। তবে প্রথম গেমে লড়াই দিয়েছিলেন কাওয়াকামিও। কখনও সিন্ধু এগিয়ে যাচ্ছিলেন তো কখনও কাওয়াকামি। তবে নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়ে প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করেন ভারতীয় তারকা শাটলার। শেষ পর্যন্ত প্রথম গেমে ২১-১৫ ব্যবধানে জিতে যান সিন্ধু। দ্বিতীয় গেমে আরও বিধ্বংসী হয়ে ওঠেন পিভি সিন্ধু। একের পর এক পয়েন্ট নিয়ে প্রতিপক্ষকে দাঁড়ানোর কোনও সুযোগই দেননি অলিম্পিক পদক জয়ী। দ্বিতীয় গেমে শেষ পর্যন্ত একপেশে লড়াইয়ে ২১-৭ ব্যবধানে জিতে যান সিন্ধু। ফলাফল থেকেই প্রমাণিত দ্বিতীয় গেমে কতটা দাপট দেখিয়েছেন পিভি সিন্ধু। ফাইনালে ওঠার পর আরও বেশি আত্মবিশ্বাসী তিনি। শিরোপার এত কাছে এসে তা হাতছা়ড়া করতে নারাজ তারকা শাটলার। একইসঙ্গে কমনওয়েলথ গেমসের আগে সিঙ্গাপুর ওপেন জিততে পারলে অনেকটা আত্মবিশ্বাস বাড়বে পিভি সিন্ধুর।

আরও পড়ুন:  Liston Colaco : গোয়ার রাস্তা থেকে আইএসএল, ফিনিক্সের মতো উত্থান লিস্টনের

Featured article

%d bloggers like this: