দোহা: ৬৪ বছর পর ফিফা বিশ্বকাপের আসরে ওয়েলস। ১৯৫৮ সালের পর ২০২২ সালে বিশ্বকাপের মূলপর্বে কোনও ম্যাচ খেলল ওয়েলস। সোমবার কাতারের মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল গ্যারেথ বেলের ওয়েলস। এদিন ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত গোল করে ওয়েলসের হার বাঁচালেন সেই গ্যারেথ বেল। এদিন ম্যাচের শুরু থেকেই বেশ চাপে ছিলেন বেলরা। ফলস্বরূপ প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পড়ে ওয়েলস। ৩৬ মিনিটে গোল করে মার্কিন যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন টিমোথি উইয়া। এক গোলে এগিয়ে থেকে বিরিতিতে মাঠ ছাড়ে ইউএসএ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ওয়েলস। একটা সম্য মনে হয়েছিল এদিন বোধহয় খালি হাতেই ফিরতে হবে ওয়েলসকে। সেই সময় পেনাল্টি আদায় করে নেন গ্যারেথ বেল। ৮২ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলের হার বাঁচান তিনি। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ওয়েলস।