কাতালনিয়া: ঘরের মাঠে ইন্টার মিলানের বিরুদ্ধে খেলতে নেমেছিল বার্সেলোনা। সেই ম্যাচে লেওয়ানডস্কির করা শেষ মুহূর্তের গোলে হার বাঁচায় কাতালন জায়ান্টরা। পুলিশ স্ট্রাইকারের গোলের সুবাদে খেলার ফলাফল ৩-৩। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে দেখা যায় জাভি হার্নাডেজের ছেলেদের। পিছিয়ে ছিল না ইন্টার মিলানও। সুযোগ পেলে আক্রমণে উঠছিল তাঁরাও। তবে ৪০ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলের দেখা পায় বার্সা। গোল করেন ডেম্বেলে। প্রথমার্ধের শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে বার্সা।
দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই বারেল্লার গোলে সমতায় ফেরে ইন্টার। এরপর ম্যাচের ৬৩ মিনিটে কালহানোগলুর বাড়ানো বল থেকে গোল করে ইন্টারকে এগিয়ে দেন মার্টিনেজ। ৮২ মিনিটে প্রতিআক্রমণ থেকে বল টেনে নিয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান লেওয়ানডস্কি। এর ঠিক সাত মিনিট পর আবারও এগিয়ে যায় ইন্টার। একটা সময় সবাই ভেবেই নিয়েছিলেন যে ঘরের মাঠে হারতে চলেছে বার্সা, ঠিক সেই সময় গোল করে ১ পয়েন্ট নিশ্চিত করেন লেওয়ানডস্কি। ম্যাচের অতিরিক্ত সময়ে এরিক গার্সিয়ার ক্রস হেডে গোল করেন পোলিশ তারকা।