নিজস্ব প্রতিবেদন: আজ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ক্রোয়েশিয়া-বেলজিয়াম। তবে ডালিচের দলের বিরুদ্ধে লুকাকুদের জিততে হলে যথেষ্ট লড়াই করতে হবে। বেলজিয়ামের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে আট ম্যাচে অপরাজিত রয়েছেন লুকা মদ্রিচরা। কানাডার বিরুদ্ধে ৪-১ গোলে জিতে নক আউটের দৌড়ে খানিকটা এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া। অন্যদিকে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিটদের তালিকায় রাখা হয়েছিল বেলজিয়ামকে। তবে বিশ্বকাপে তাদের পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের যথেষ্ট আশাহত করেছে। তবে বেলজিয়ামকে একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না ক্রোয়েশিয়ার কোচ ডালিচ। বিপক্ষের খেলোয়ারদের চাপে রেখে ম্যাচ বের করে নিতে চায় ক্রোয়েশিয়া।
ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম ম্যাচটি আহমেদ বিন আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে আটটা থেকে শুরু হবে। কানাডার বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে হারতে হয়েছিল লুকাকু, হ্যাজার্ডদের। নকআউটে যেতে আজ জিততেই হবে বেলজিয়ামকে। ড্র করলে ক্রোয়েশিয়া শেষ ষোলোয় চলে যাবে। তখন কানাডা ও মরক্কো ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বেলজিয়ামকে। কানাডা ৩ গোলে মরক্কোকে হারালে ড্র করেও বেলজিয়ামের এগোনো সম্ভব। যদিও এমন একটা ফল হবে বলে মনে করছেন না ফুটবল বিশেষজ্ঞরা।