নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে অক্সিজেনের আকাল মেটাতে এগিয়ে এলেন বাংলার ক্রিকেটার। প্যাট কামিন্স, ব্রেট লি-র পর এবার এগিয়ে এলেন সানরাইজার্স হায়দরাবাদের উইকেটরক্ষক ব্যাটসম্যান শ্রীবত্স গোস্বামী।
এক স্বেচ্ছাসেবী সংস্থাকে ৯০,০০০ টাকা দিলেন বাংলার এই ক্রিকেটার। টুইটারে শ্রীবত্স লেখেন, ‘অনেক স্বেচ্ছাসেবী সংস্থা বা সংগঠন নানা ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন সবচেয়ে জরুরি অক্সিজেনের যোগান নিশ্চিত করা।
একটি স্বেচ্ছাসেবী সংস্থা অক্সিজেন কনসেনট্রেটর কেনার উদ্যোগ নিয়েছে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমি আমার সাধ্যমত অর্থ দিলাম। সকলেই এদের পাশে থাকুন। সবাই মিলে আমরা এই প্রতিবন্ধকতাকে জয় করব’।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথমবার তিনিই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। এর আগে প্রধানমন্ত্রীর তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দান করেছেন প্যাট কামিন্স। ধারাভাষ্যকার হিসেবে ভারতে আসা ব্রেট লি এক বিটকয়েন দান করেছেন ভারতীয়দের পাশে দাঁড়াতে।