33 C
Kolkata

Team India : ব্যাটিং বিপর্যয়ের মুখে টিম ইন্ডিয়া, ভারতকে ভরসা যোগাচ্ছেন ভরত

লেস্টার: বৃহস্পতিবার থেকে লেস্টারশায়ারের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে রোহিত শর্মার ভারত। ১ জুলাই থেকেই শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। আর তার আগে অনুশীলন ম্যাচেই বড়সড় ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল ভারতীয় দল। ব্যর্থ হয়েছেন হনুমা বিহারী, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজারা। আর এটাই চিন্তায় রাখছে ভারতের টিম ম্যানেজমেন্টকে। ভারতের চার ক্রিকেটারকে লেস্টারশায়ারের হয়ে খেলতে দেখা যাচ্ছে চেতেশ্বর পূজারা, ঋষভ পান্ত, জাসপ্রিত বুমরা এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে। লেস্টারশায়ারের অধিনায়কত্ব করছেন স্যাম ইভান্স। যেখানে রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার নেতৃত্বে। এই ৪ দিনের প্রস্তুতি ম্যাচে, ১৩ জন করে খেলোয়াড় উভয় দল থেকে খেলবেন। যাতে বোলারদের বেশি বল করতে না হয়।

এদিন টসে জিতে স্বাভাবিক ভাবেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুরুটা কিছুটা দেখে শুনে করেছিলেন শুভমন গিল ও অধিনায়ক রোহিত শর্মা। ২৮ বলে ২১ রান করে আউট হন গিল। উইল ডেভিসের বল কট বিহাইন্ড হন তিনি। দলের রান তখন মাত্র ৩৫। ৫০ রানের মাথায় রোহিতের উইকেট হারায় ভারত। শর্ট বল পুল করতে গিয়ে ব্যাটে-বলে সংযোগ না হওয়ায় ফিরতে হয় তাঁকে। হনুমা বিহারীকে আউট করে ওয়াকার দ্বিতীয় উইকেট নেন। বেটসের হাতে ম্যাচ দিয়ে ২৩ বলে মাত্র ৩ রান করে আউট হন তিনি। লাঞ্চের আগেই অর্ধেক ব্যাটার সাজঘরে চলে যান। ০ রানে প্রসিদ্ধ কৃষ্ণা আউট করেন শ্রেয়াস আইয়ারকে। ওয়াকারের তৃতীয় শিকার রবীন্দ্র জাদেজা। ১৩ বলে ১৩ রান করে এলবি ডাব্লিউ হন তিনি। লাঞ্চের আগে ৫ উইকেট হারিয়ে মাত্র ৯০ রান তোলে ভারত। এরপর ম্যাচের হাল ধরেন বিরাট কোহলি ও এস ভরত। দীর্ঘদিন পর চেনা ছন্দে পাওয়া গিয়েছিল বিরাটকে। তবে ৬৯ বলে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। যদিও তাঁর আউট নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। দিনের শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ২৪৬ রান। ৭০ রানে অপরাজিত রয়েছেন এস ভরত। ১৮ রান করে ক্রিজে রয়েছেন মহম্মদ শামি।

আরও পড়ুন:  Tarun Majumdar Health Update: শারীরিক অবস্থার অবনতি না হলেও সঙ্কটজনক তরুণ
আরও পড়ুন:  Kolkata Medical College: করোনার থাবা ! মেডিক্যাল কলেজে বাতিল পরীক্ষা

Related posts:

Featured article