নিজস্ব সংবাদদাতা: বাংলার মহিলাদের ক্রিকেটের উন্নতির জন্য় এবার নয়া উদ্য়োগ নিতে চলেছে ক্রিকেট অ্য়সোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। সেই নয়া উদ্য়োগটি হল পুরুষদের পাশাপাশি মহিলাদের টি-২০ ক্রিকেট লিগ চালু করতে চলেছে তারা।

এই প্রসঙ্গে সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস সাংবাদিকদের বলেন, সিএবি এখন ছেলেদের পাশাপাশি মহিলাদের ক্রিকেটকেও সমানভাবে গুরুত্ব দিতে চলেছে সিএবি। এই নতুন উদ্য়োগের ব্য়াপারে সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় এবং সভাপতি অভিষেক ডালমিয়া এই উদ্য়োগ গ্রহণের কথা চিন্তা-ভাবনা করেছেন। বিগত বছর দুই আগে থেকে চালু হয়েছে পুরুষদের টি-২০ লিগ। এবার সেই সঙ্গে যুক্ত হতে চলেছে মহিলারাও।

সূত্রের খবর, আগামী ৭ বা ৮ ফেব্রুয়ারি থেকে মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শুরু হবে। মোট ছ’টি ক্লাব নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কল্যাণীতে। ক্লাবগুলি হল ইস্টবেঙ্গল, এরিয়ান, কালীঘাট, টাউন, রাজস্থান এবং মহমেডান ক্লাব। প্রত্যেকটি দল প্রত্যেকের সঙ্গে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে। তারপর নকআউট পর্ব। এই টি-২০ লিগে অংশ নেওয়া ছ’টি ক্লাবের হয়ে যাঁরা খেলবেন, তাঁদের প্রত্যেককে আর্থিক পারিশ্রমিক দেবে সিএবি।