25 C
Kolkata

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন চাহাল – ধনশ্রী

নিজস্ব সংবাদদাতা : সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় দলের ক্রিকেটার যুবেন্দ্র চাহাল। অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে দীর্ঘদিনের বান্ধবী ধনশ্রী বর্মার সঙ্গে জীবনের ইনিংস শুরু করলেন টিম ইন্ডিয়ার লেগ-স্পিনার।আইপিএল খেলতে আমিরশাহি উড়ে যাওয়ার আগে অনুরাগীদের চমক দিয়েছিলেন জাতীয় দলের লেগ-স্পিনার তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা চাহাল।

আইপিএলের বৃত্তে ঢুকে পড়ার আগে পেশায় কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন তিনি। চাহালের বাগদত্তা ধনশ্রী একজন ইউ টিউবার আবার একজন চিকিত্সকও বটে। লকডাউন পর্বে জাতীয় দলের লেগ-স্পিনারের সঙ্গে বেশ কিছু জুম ওয়ার্কশপে দেখা গিয়েছিল ধনশ্রীকে।

তিনি নিজেকে ধনশ্রী বর্মা কোম্পানির প্রতিষ্ঠাতা হিসেবেও সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচয় দিয়েছেন । বিয়ের খবর তাঁদের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়েছেন চাহাল ও ধনশ্রী। দু’জনেই তাঁদের ইনস্টাগ্রামে একই ক্যাপশন লিখেছেন।

আরও পড়ুন:  তিলোত্তমায় পা রাখতেই সংবর্ধনা দুই বঙ্গ কন্যাকে

দু’জনেই লেখেন, We started at ‘Once upon a time’ and found ‘Our happily ever after,’ coz’ finally, #DhanaSaidYuz for infinity & beyond! ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ফ্যানের অভিনন্দন বার্তায় ভেসে গিয়েছেন চাহাল।

‘ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। দু’জনকেই অভিনন্দন।’ ভারতীয় দল এবং ফ্র্যাঞ্চাইজি দলের সতীর্থকে এভাবেই অভিনন্দন জানিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। শিখর ধাওয়ানও অভিনন্দন জানিয়েছেন চাহাল-ধনশ্রী জুটিকে।

Featured article

%d bloggers like this: