লন্ডন: লন্ডন ডার্বিতে চেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থাকার আশা জিইয়ে রাখল আর্সেনাল। বুধবার নিজেদের ঘরের মাঠে আর্সেনালের কাছে ২-৪ ব্যবধানে পরাজিত হয় চেলসি। চেলসির হয়ে ২টি গোল করেন টিমো ওয়ার্নার ও সেসার আজপিলিকুয়েতা। আর্সেনালের হয়ে জোড়া গোল করেন এডি এনকেটিয়া। বাকি দুটি গোল করেন স্মিথ রোয়ে ও বুকায়ো সাকা।

এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে আর্সেনাল। ফলস্বরুপ ১৩ মিনিটের মাথায় এডি এনকেটিয়ার গোলে এগিয়ে যায় আর্সেনাল। চার মিনিটের মধ্যেই সমতা ফেরান চেলসির টিমো ওয়ার্নার। এরপর ম্যাচের ২৭ মিনিটের স্মিথ রোয়ের গোলের ফের এগিয়ে যায় আর্সেনাল। ৩২ মিনিটে ফের আজপিলিকুয়েতার গোলে ফের সমতায় ফেরে চেলসি। ২-২ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্সেনাল। ম্যাচের ৫৩ মিনিটে দারুণ গোলে আর্সেনালকে এগিয়ে এনকেটিয়া। এরপর ম্যাচের শেষ মুহুর্তে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন বুকায়ো সাকা। এই হারের ফলে ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানেই থাকল চেলসি। অন্যদিকে এদিন জয়ের ফলে ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল আর্সেনাল।