22 C
Kolkata

Stephen Fleming : রায়ডুর টুইট প্রসঙ্গে সিএসকে কোচ

নিজস্ব প্রতিবেদন: শনিবার চেন্নাই সুপার কিংস-এর ব্যাটার আম্বাতি রায়ডুর টুইটারে হঠাৎই একটি পোস্ট ভেসে ওঠে। যেখানে ২০২২ আইপিএল শেষে অবসর গ্রহণের কথা জানান রায়ডু। তবে তার অল্প সময়ের মধ্যেই ডিলিট করে দেওয়া হয় টুইটটি। পরে রায়ডু একটি ট্যুইট করে জানান তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। যদিও জল্পনা সেখানেই শেষ হয়নি। সিএসকে-এর সিইও কাশী বিশ্বনাথন জানান, “চলতি আইপিএলে আশানুরূপ পারফর্ম করতে না পারায় হতাশ হয়ে পরেছেন রায়ডু। সেই কারণেই টুইট করে ফেলেছিল। আমার সঙ্গে কথা হয়েছে। এখনই ও অবসর গ্রহণ করছেনা। আমাদের অঙ্গেই থাকছে। আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন চেন্নাই সুপার কিংস-এর কোচ টিফেন ফ্লেমিং। রবিবার গুজরাটের বিরুদ্ধে ম্যাচ শেষে ফ্লেমিং বলেন, “আম্বাতির বিষয়টা আমদের কাছে একদমই হতাশাজনক নয়। এটা চায়ের কাপে ঝইড় তোলার মত একটা বিষয়। আমার মনহে হয় আম্বাতি ঠিক যায়গাতেই রয়েছে। শনিবারের ঘটনায় চেন্নাই সুপার কিংস শিবিরে কোনইও পরিবর্তন হয়নি।

আরও পড়ুন:  Mexico vs Poland : পেনাল্টি বাঁচিয়ে মেক্সিকো-পোল্যান্ড ম্যাচের নায়ক ওচোয়া

Featured article

%d bloggers like this: