28 C
Kolkata

Lovepreet Singh : ফের ভারোত্তোলনে পদক ভারতের

বার্মিংহাম: কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারোত্তোলনে ভারতের পদকের বন্যা। ফের ভারোত্তোলনে দেশকে ব্রোঞ্জ এনেদিলেন পাঞ্জাবের লভপ্রীত সিং। বুধবার ভারোত্তোলের ১০৯ কেজি বিভাগে পদক জিতলেন পাঞ্জাবি ভারোত্তোলক। চলতি কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন থেকে এই নিয়ে ৯টি পদক এল। এদিন শুরু থেকে বেশ ভালো ছন্দে ছিলেন লভপ্রীত সিং। স্ন্যাচ পর্বে প্রথম প্রয়াসে ১৫৭ কেজি ভার তোলেন তিনি। এরপর দ্বিতীয় প্রয়াসে তোলেন ১৬১ কেজি। এই পর্বে সবচেয়ে বেশি ভার তোলেন তৃতীয় প্রচেষ্টায়। ১৬৩ কেজি ভার তুলে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে শেষ করেন ভারতীয় তারকা। এরপর ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে প্রথম প্রচেষ্টায় ১৮৫ কেজি ভার উত্তোলন করেন লভপ্রীত। দ্বিতীয় প্রচেষ্টায় ১৮৯ কেজি তোলেন। আর তৃতীয় প্রয়াসে নিজেরই জাতীয় রেকর্ড নিজেই ভাঙেন পাঞ্জাবি ভারোত্তোলক। এই দফায় ১৯২ কেজি ভার তুলে নয়া জাতীয় রেকর্ড গড়েন লভপ্রীত। দুই বিভাগ মিলিয়ে মোট ৩৫৫ কেজি ভার তুলে ফেলেন তিনি। আর একইসঙ্গে দেশের হয়ে জিতে নেন ব্রোঞ্জ পদক।

আরও পড়ুন:  Nations League : নেশনস লিগে প্রথম জয় ফ্রান্সের, জিতল ক্রোয়েশিয়া, বেলজিয়াম

Featured article

%d bloggers like this: