নিজস্ব সংবাদদাতা :: চারটি বড় টুর্নামেন্ট বাতিল করছে বিসিসিআই! আগামী মরশুমে শুধু রনজি ট্রফি এবং অনূর্ধ্ব-১৯ বিনু মানকড় টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে বোর্ড। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি আয়োজনের চেষ্টা করা হবে। তবে তার সম্ভাবনা কম। বিজয় হাজারে ট্রফি , দলীপ ট্রফি এবং দেওধর ট্রফি পুরোপুরি বাতিল হতে চলেছে। সি কে নাইডু অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টও বাতিল হতে চলেছে বলে সূত্রের খবর। সাধারণত সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরুতে ঘরোয়া মরশুম শুরু হয়। কিন্তু এবার সেটা হয়তো তা সম্ভব হবে না। বিসিসিআই চেষ্টা করছে অক্টোবর-নভেম্বরে আইপিএল করার। সেটা যদি হয়, তাহলে ঘরোয়া ক্রিকেট শুরু হতে নভেম্বরের শেষ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। যার ফলে হাতে সময় অনেক কমে যাচ্ছে। সেজন্য ওই টুর্নামেন্টগুলি বাতিল করা ছাড়া উপায় থাকছে না। তাছাড়া, করোনার যা পরিস্থিতি তাতে কতটা ট্রাভেল করে ম্যাচ খেলা সম্ভব সেটা নিয়েও সন্দিহান বিসিসিআই। সমস্যা আছে ক্রিকেটারদের হোটেল পাওয়া নিয়েও। সেসব সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। শুধু এই টুর্নামেন্টগুলি বাতিল তাই নয়, রনজি ট্রফিরও ফরম্যাট বদল হতে পারে। আগের মতো জোন-পর্ব চালু করে দেওয়া হতে পারে রনজিতে। সেক্ষেত্রে ম্যাচও যেমন কমবে তেমন ক্রিকেটারদের খুব বেশি ট্রাভেল করতে হবে না।