18 C
Kolkata

CSK vs SRH : শনিবার হায়দরাবাদের মুখোমুখি চেন্নাই, প্রথম জয় তুলতে মরিয়া দুই দলই

নিজস্ব প্রতিবেদন: চারবারের আইপিএল চ‍্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আইপিএলের সফলতম দলগুলির মধ্যে মুম্বাইয়ের পরই রয়েছে সিএসকে। অথচ এবারের আইপিএলে এখনও পর্যন্ত একটাও ম্যাচ জিততে পারেনি তারা। প্রথম তিন ম্যাচে হারের হ‍্যাটট্রিক করেছে চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে পাঞ্জাবের কাছে কার্যত পর্যুদস্ত হয়েছে জাদেজারা। এই পরিস্থিতিতে শনিবার সানরাইসার্স হায়দরাবাদের মুখোমুখি হবে সিএসকে। হায়দরাবাদের কাছে হারলে চলতি মরশুমে আইপিএলের প্লে অফ খেলার আশা কার্যত শেষ হয়ে যাবে সিএসকের। কাজেই হায়দরাবাদ ম্যাচ থেকে ঘুরে দাড়াতে মরিয়া চেন্নাই। প্রসঙ্গত আইপিএল শুরু’র আগেই সিএসকের অধিনায়কত্ব থেকে সরে দাড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার বদলে সিএসকের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রবীন্দ্র জাদেজা। চেন্নাইয়ের এই অবস্থার জন্য অনেকেই জাদেজার অধিনায়কত্বকে দায়ী করছেন। যদিও সেই তত্ত্ব মানতে নারাজ সিএসকে ম্যানেজমেন্ট।

অন্যদিকে হায়দরাবাদও এবারের আইপিএলে এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি। প্রথম ম্যাচে রাজস্থানের কাছে বড় রানে হারের মুখ দেখেছিল হায়দরাবাদ। দ্বিতীয় ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে শেষ রক্ষা হয়নি। অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছিল তাদের। কাজেই তারাও চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া থাকবে। হায়দরাবাদ এখনও পর্যন্ত একটিও ম্যাচ না জেতায় সুযোগ থাকবে চেন্নাইয়ের কাছেও। তবে এই ম্যাচে যে দলই জিতুক, তারা এই মরশুমে তাদের প্রথম জয় পাবে। কাজেই শনিবার আইপিএলের মঞ্চে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট প্রেমীরা।

আরও পড়ুন:  Brazil : ক্যামেরুন ম্যাচে মাঠে ব্রাজিলের রিজার্ভ বেঞ্চ

Featured article

%d bloggers like this: