নিজস্ব প্রতিবেদন: ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। খেলেন না ঘরোয়া ক্রিকেটেও। তবে আইপিএলে চেন্নাইয়ের হয়ে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সাম্প্রতিক সময়ে আইপিএল থেকে তাঁর অবসর নিয়ে একাধিক জল্পনা শোনা গিয়েছে। যদিও স্পষ্টভাবে কখনই কিছু জানাননি মহেন্দ্র সিং ধোনি। আইপিএল শুরু হতে পাঁচ মাসেরও বেশি সময় বাকি। তবে এরইমাঝে ব্যাট হাতে অনুশীলনে নেমে পড়লেন ধোনি। শুক্রবার রাঁচি স্টেডিয়ামের ইন্ডোরে ব্যাট হাতে বেশ কিছুক্ষণ অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরান হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মূলত ফিটনেস ধরে রাখার কারণেই তিনি অনুশীলন করছেন বলে জানা গিয়েছে।