25 C
Kolkata

East Bengal : ন্যায্য পেনাল্টি পায়নি ইস্টবেঙ্গল, বলছেন ক্লেইটনও

নিজস্ব প্রতিবেদন: গত শনিবার চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম কলকাতা ডার্বিতে এটিকে মোহনবাগানের কাছে ২-০ গোলে পরাস্ত হয়েছে ইস্টবেঙ্গল এফসি। ভাল খেলেও বড় ম্যাচে হার কিছুতেই মেনে নিতে পারছেন না ইস্টবেঙ্গল সমর্থকেরা। হারের জন্য ম্যাচের রেফরিংকেই দায়ী করছেন লাল হলুদ জনতা। ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি বলে তাঁদের দাবি। তবে শুধু সমর্থক নয় ম্যাচের কিছু সিদ্ধান্ত নিয়ে খুশি নন লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইনও। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে যা স্পষ্টভাবে জানিয়েছিলেন তিনি। বেশকিছু ইস্টবেঙ্গল ফুটবলারও এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ম্যাচের পর ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার ক্লেইটন সিলভা ইন্সটাগ্রামে একটি স্টোরি দিয়েছিলেন। যেখানে দেখা যায় একজন ইস্টবেঙ্গল সমর্থক ভোটিং করিয়েছেন যে ইস্টবেঙ্গল দলের পেনাল্টি পাওয়া উচিত ছিল কি না? তাতে ৯৩ শতাংশ মানুষ হ্যাঁ তে ভোট দেন এবং না তে ভোট দিয়েছেন ৭ শতাংশ মানুষ। ক্লেইটনের এই পোস্টের পর সোশ্যাল মিডিয়াতে ডার্বি নিয়ে আরও একবার বিতর্কের সৃষ্টি হয়।

আরও পড়ুন:  Garuda Purana 2023: ভুলেও করবেন না এই কাজটি, করলেই সাতজন্ম নরকবাস

Featured article

%d bloggers like this: