পুনে: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে আইপিএলের প্লে অফ খেলার আশা কার্যত শেষ হয়ে গেল চেন্নাই সুপার কিংস-এর। চলতি আইপিএলের শেষ চারে পৌঁছতে হলে এদিন জিততেই হতো ধোনি, জাদেজাদের। অন্যদিকে ম্যাচ জিতে আইপিএল ২০২২ এর প্লে অফ খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হল আরসিবির। মঙ্গলবার আইপিএলের মরণ বাঁচন ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এদিন টসে জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠান সিএসকে অধিনায়ক এমএস ধোনি।

ব্যাট হাতে শুরুটা খারাপ করেননি আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি। দলকে অর্ধশতরান পার করান এই জুটি। ডুপ্লেসি ২২ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। কোহলি ৩০ রান করলেও ৩৩ বল নিয়ে নেন। তিন নম্বরে নেমে মাত্র ৩ রান করে ক্রিজ ছাড়েন ম্যাক্সওয়েল। এরপর মহিপাল ২৭ বলে ৪২ রান করেন। অন্যদিকে রজত পতিদার ১৫ বলে ২১ রান করেন। ডেথ ওভারে ফের একবার পরপর উইকেট খুইয়ে রানের গতি থমকে যায় ব্যাঙ্গালোরের। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। তার ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদেই চেন্নাইকে ১৭৪ রানের টার্গেট দেয়ে আরসিবি।

জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইও ভালো শুরু করেছিল। ২৩ বলে ২৮ রান করে আউট হন ঋতুরাজ গাইকোয়াড। আরেক ওপেনার কনওয়ে ৩৫ বলে ৫৬ রান করে হাসারাঙ্গার শিকার হন। ব্যাট হাতে রান পাননি রবিন উথাপ্পা ও রায়ডু। এরপর চেন্নাই সমর্থকদের জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন মইন আলি। তবে ২৭ বল খেলে ৩৪ রানে আউট হন তিনি। এরপর একে একে ক্রিজ ছাড়েন রবীন্দ্র জাদেজা (৩) অধিনায়ক এমএস ধোনি (২)। এরপরই জয়ের আশা শেষ হয়ে যায় চেন্নাইয়ের। শেষ পর্যন্ত ৮ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে ১৬০ রান তোলে চেন্নাই। সেই সঙ্গে ১৩ রানে ম্যাচ জিতে নেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।