21 C
Kolkata

Nations League : নেশনস লিগে প্রথম জয় ফ্রান্সের, জিতল ক্রোয়েশিয়া, বেলজিয়াম

প্যারিস: বৃহস্পতিবার থেকে শুরু হল উয়েফা নেশনস লিগের দ্বিতীয় পর্বের খেলা। লিগের পাঁচ নম্বর ম্যাচে অবশেষে জয়ের দেখা পেল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ঘরের মাঠে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারালেন মেন্ডি, গ্রিজম্যানরা। ফ্রান্সের হয়ে দুটি গোল করেন কিলিয়ান এমবাপে ও অলিভার জিরু। এদিন দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচের ২ মিনিটেই বল জালে জড়িয়েছিলেন এমবাপে। তবে অফসাইডের কারণে তাঁর গোল বাতিল হয়। এরপর বহু চেষ্টা করেও প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি ফ্রান্স। পক্ষান্তরে হাতে গোনা কয়েকটি আক্রমণ করে অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে একক দক্ষতায় দুরন্ত গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। এর ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অলিভার জিরু। এরপর আর গোল করতে পারেনি কোনও দলই। ২-০ গোলে অস্ট্রিয়াকে হারানোর পাশাপাশি চলতি নেশনস লিগে এই প্রথম জয় পেল ফরাসি ব্রিগেড।

আরও পড়ুন:  Argentina : জিতেই নকআউট নিশ্চিত করতে চায় আর্জেন্তিনা

গ্রুপ ‘ই’র অপর ম্যাচে ডেনমার্ককে ২-১ গোলে পরাস্ত করল ক্রোয়েশিয়া। ম্যাচের ৪৯ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন সোসা। ৭৭ মিনিটে ম্যাচে সমতা ফেরান ডেনমার্কের ক্রিশ্চিয়ান এইকসেন। এর দু’মিনিট পরই ক্রোটদের হিয়ে জয়সূচক গোলটি করেন লোভ্রো মায়ের। গ্রুপ ‘ডি’র ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল ওয়েলস। খেলার দশম মিনিটের মধ্যেই ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইনার গোলে এগিয়ে যায় বেলজিয়ানরা। এরপর ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার মিচি বাতশুয়াই। তবে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে এক গোল শোধ করে দেন ওয়েলসের স্ট্রাইকার কিয়েফের মুর। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায় বেলজিয়াম। গ্রুপ ‘ডি’র আরেকটি ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। ইউক্রেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগ ‘বি’ গ্রুপের শীর্ষ স্থানে উঠে এসেছে স্কটল্যান্ড।

আরও পড়ুন:  Pradhan Mantri Awas Yojana: প্রধানমন্ত্রীর আভাস যোজনার আওতায় রাজ্যের লক্ষাধিক গরিব মানুষ

Featured article

%d bloggers like this: