22 C
Kolkata

Asad Rauf : প্রয়াত বিতর্কিত আম্পায়ার আসাদ রউফ

লাহোর: বিতর্কিত পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফের জীবনাবসান (৬৬)। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় অস্বস্তি করেন আইসিসির এলিট প্যানেলে থাকা পাকিস্তানের প্রাক্তন এই আম্পায়ার। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রয়াত হন আসাদ রউফ। আইসিসি এলিট আম্পায়ার ছিলেন আসাদ রউফ। ১৯৯৮ সালে আম্পায়ার হিসেবে পথ চলা শুরু করেছিলেন রউফ। ১৯৯৮ সালে একটি প্রথম শ্রেণির ম্যাচে প্রথমবার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এর দুই বছর পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রউফ। ২০০০ সালে প্রথম একদিনের ম্যাচে আম্পায়ারিং করেছিলেন তিনি। এরপর ২০০৪ সালে আইসিসি-র একদিনের প্যানেলে স্থান পেয়েছিলেন রউফ। এরপর পাক আম্পায়ারিংয়ের প্রধান মুখ হয়ে উঠেছিলেন রউফ।

আরও পড়ুন:  Salman Khan East Bengal: মে মাসে লাল হলুদে ভাইজান, বড় চমক ইস্টবেঙ্গলের !

২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে জড়ান তিনি। এরপরই তাঁর আম্পায়ারিং ক্যারিয়ার শেষ হয়ে যায়। স্পট ফিক্সিং কাণ্ডে মুম্বই পুলিশের অভিযুক্তের তালিকায় ছিলেন রউফ। ২০১৬ সালে আইসিসি তাঁকে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ ঘোষণা করে। এ ছাড়া নারীঘটিত কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছিল রউফের। যদিও সেই যৌন কেলেঙ্কারির অভিযোগ অস্বীকার করেছিলেন রউফ। আম্পায়ারিং কেরিয়ারে যবনিকা পড়ার পর লাহোরের লন্ডা বাজারে জুতোর দোকান চালাতেন আসাদ রউফ। সেখান থেকে ফেরার পথেই অসুস্থ বোধ করে মৃত্যু। রউফ প্রথম শ্রেণির ক্রিকেটে মিডল অর্ডারে ব্যাট করতেন। পরে আম্পায়ারিংয়ে আসেন। ন্যাশনাল ব্যাঙ্ক ও রেলওয়েজের হয়ে তিনি ৭১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ব্যাটিং গড় ২৮.৭৬।

Featured article

%d bloggers like this: