22 C
Kolkata

France : কাতার বিশ্বকাপের দল ঘোষণা করল ফ্রান্স

প্যারিস: কাতার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। রাশিয়া বিশ্বকাপের দলে থাকা ১১ জনকে নিয়ে ২০২২ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। বৃহস্পতিবার রাতে প্যারিসে এক সাংবাদিক সম্মেলনে ২৫ সদস্যের দল ঘোষণা করা হয়। চোটের কারণে ফ্রান্সের বিশ্বকাপ দলে নেই মিডফিল্ডার কান্তে ও পল পগবা। তবে স্কোয়াডে ফিরেছেন এবছর ব্যালন ডি’অর পুরস্কার জেতা করিম বেনজেমা। এবার তাঁর পাশাপাশি কাতারের মাঠে দেখা যাবে জিরু, এমবাপে এবং ডেমবেলেকে। বেনজেমার পাশে এই খেলোয়াড়ের উপস্থিতি যে ফ্রান্স দলের জন্য এক নতুন শক্তির সঞ্চার করবে, তা নিয়ে দ্বিমত নেই সমর্থকদের মধ্যে। তাঁরা মুখিয়ে আছেন কাতারের মাঠে এই ‘ট্রিও’-র জাদু দেখার জন্য।ফ্রান্স দলে নতুন সংযোজন হলো এবার মাঝমাঠে। ইডুয়ার্ডো কামাভিঙ্গা, ইউশুফ ফোফানা, মাতিও গুয়েনডৌজি এবং অউরেলিন চৌয়ামেনি। ফুটবল বিশেষজ্ঞদের মতে, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির পাশাপাশি এবার ফ্রান্সেরও ট্রফি জয়ের বড় সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:  Money in home:আলমারিতে কতো ক্যাশ রাখবেন,জেনে নিন

২০২২ বিশ্বকাপে ফ্রান্স দল:

গোলরক্ষক: আলফোনসে আরিওলা, হুগো লরিস, স্টিভ মানদানা।

ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, ইব্রাহিমা কোনাতে, জুলেস কুন্দে, বেঞ্জামিন পাভার, উইলিয়াম সালিবা, দায়ত ইউপামেকানো, রাফায়েল ভারানে।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাতেও গিনদোজি, আদ্রিয়েন র‍্যাবিয়ট, অরলিয়েন চুয়ামেনি, জর্দান ভেরেতুত।

ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিংসলে কোম্যান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরু, আঁতোয়ান গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্তোফার এনকুনকু।

Featured article

%d bloggers like this: