নিজস্ব সংবাদদাতা: সুইজারল্যান্ডের বিরুদ্ধে চলতি ইউরো কাপের আসরে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে টাইব্রেকারে পরাজয়টা যেন কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না ফরাসি সমরর্থকরা। তাই এবার এক অদ্ভুত দাবি নিয়ে তাঁরা স্মরণাপন্ন হলেন উয়েফার কাছে। ফরাসি সমর্থকদের এই অদ্ভুত দাবিটি হল, প্রি কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে যখন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে শট নিচ্ছিলেন, তখন নাকি সুইস গোলরক্ষক সোমের পা গোললাইনের ওপর ছিল না। এই নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে তাঁরা ম্যাচটি অবিলম্বে রিপ্লে দেওয়ার দাবি জানিয়েছেন। সূত্রের খবর, ওই আবেদনপত্রে স্বাক্ষর করেছেন প্রায় আড়াই লক্ষ ফরাসি সমর্থক। অবশ্য ফরাসি সমরর্থকদের করা এই আবেদনপত্র জমা দেওয়া নিয়ে বিন্দুমাত্র ভাবতে নারাজ উয়েফা কর্তৃপক্ষ। তাঁদের দাবি, নির্ধারিত সূচি মেনেই কোয়ার্টার ফাইনালে আগামী শুক্রবার স্পেনের মুখোমুখি হবে সুইজারল্যান্ড।