নিজস্ব প্রতিবেদন: শুক্রবার ৪১-এ পা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। ২০০৭ টি-টোয়েন্টি এবং ২০১১ ওডিআই দলের অন্যতম সদস্য গম্ভীর। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতের জোড়া বিশ্বকাপ জয়ের পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। ২০১১ বিশ্বকাপ ফাইনালে গম্ভীরের ৯৭ রানের ইনিংস আজও প্রতিটি ভারতীয় ক্রিকেটপ্রেমীর মনে অমলিন। দুই বিশ্বকাপেই ভারতের হয়ে সর্বাধিক রান করেছিলেন তিনি। ২০০৭ কুড়ি বিশের বিশ্বকাপ্ন ফাইনালে গৌতির ৫৪ বলে ৭৫ রানের ইনিংস সবাই মনের মণিকোঠায় রেখে দিয়েছেন।
২০১৮ সালের ডিসেম্বরে সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নেন গৌতম গম্ভীর। তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বও দিয়েছিলেন। কেকেআরের হয়ে ২০১২ এবং ২০১৪ সালে দুটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেন তিনি। তাঁর ৪১তম জন্মদিনে একের পর এক শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রাক্তন থেকে বর্তমান ভারতীয় ক্রিকেটাররা। যে তালিকায় রয়েছেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং থেকে শুরু করে বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুভেচ্ছা জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফেও।