নিজস্ব প্রতিবেদন: প্রথম ম্যাচে জাপানের কাছে হার। দ্বিতীয় ম্যাচে স্পেনের সঙ্গে ড্র। আজ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টমাস মুলারদের প্রতিপক্ষ কোস্টারিকা। নকআউটে যেতে হলে কোস্টারিকার বিরুদ্ধে জিততেই হবে জার্মানিকে। প্রথম ২ ম্যাচেই জয়হীন হ্যান্সি ফ্লিকের দল। সংগ্রহে মাত্র ১ পয়েন্ট। এই পরিস্থিতিতে শেষ ম্যাচ জিততে না পারলে পরপর ২ বার বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সম্প্রতি জার্মানির পারফরম্য়ান্স একেবারেই ভাল নয়। সেই কারণে কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচের আগে প্রবল সতর্ক জার্মানরা। এই ম্যাচে প্রথম একাদশে একাধিক বদল আনতে চলেছেন জার্মানির কোচ হ্যান্সি ফ্লিক।
জার্মান তারকা লেরয় সানে চোট সারিয়ে ফিরেছেন। স্পেনের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নেমেছিলেন তিনি। আজ তাঁকে প্রথম একাদশে ফেরানো হচ্ছে বলে জানা গিয়েছে। ফর্মের কারণে বাদ পড়তে পারেন টমাস মুলার। তাঁর বদলে প্রথম একাদশে আসতে পারেন নিকলাস ফুলক্রুগ। লেরয় সানে দলে ফেরায় জার্মানির আক্রমণে গতি ও বৈচিত্র বাড়বে বলেই মনে করা হচ্ছে। গ্রুপ ‘ই’তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হচ্ছে জাপান। যদি এই ম্যাচ ড্র হয় এবং জার্মানিও কোস্টারিকার সঙ্গে ড্র করে, তাহলে স্পেন ও জাপান এই গ্রুপ থেকে নক-আউটে চলে যাবে। তাই জার্মানিকে শুধু শেষ ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে স্পেন বনাম জাপান ম্যাচের দিকেও।