29 C
Kolkata

CWG 2022 : বার্মিংহামে সোনার কমল, হকিতে স্বপ্নভঙ্গ ভারতের

বার্মিংহাম: সোমবার কমনওয়েলথ গেমসের শেষ দিনে ফাইনাল ম্যাচে একের পর এক পদক এসেছে ভারতের ঝুলিতে। শেষ দিনে ব্যাডমিন্টনে পদকের হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া পদক এসেছে টেবিল টেনিস। ফাইনালে ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডকে হারিয়ে সোনা জিতেছেন শরত্‍ কমল। গত ১৬ বছর ধরে কমনওয়েলথ গেমসের ভারতীয় দলের নিয়মিত সদস্যের নাম অচিন্ত্য শরথ কমল। মেলবোর্ন কমনওয়েলথে অভিষেকে সোনা জয়ের ১৬ বছর পর ফের একবার কমনওয়েলথে ফুটল সোনার কমল। তাঁর পক্ষে ম্যাচের ফলাফল ১৩-১১, ১১-৭, ১১-২, ১১-১৬ ও ১১-৭। অন্যদিকে আবার ব্রোঞ্জ পদকের ম্যাচে জি সাথিয়ান হারিয়েছেন পল ড্রিঙ্কহলকে। কাজেই শেষদিনে টেবিল টেনিস থেকে একটি সোনা ও একটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে।

আরও পড়ুন:  Kolkata: পথদুর্ঘটনায় মৃত স্থানীয় তৃণমূল নেতা

এদিকে ভারতের পুরুষ হকি দলের সামনে সোনা জয়ের হাতছানি থাকলেও হাতছাড়া হয়েছে সেই সুযোগ। অস্ট্রেলিয়ার কাছে ৭ গোল খেয়ে লজ্জাজনক হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় হকি দলকে। ৬ বারের কমনওয়েলথ গেমসে সোনা জয়ী অস্ট্রেলিয়া গোটা ম্যাচে দাপট দেখায় এদিন। দক্ষিণ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে কমনওয়েলথের ফাইনালে উঠেছিল ভারতীয় হকি দল। সোনার প্রত্যাশা ছিল তাদের কাছে। তবে সোনা না এলেও রূপো এসেছে ভারতের ঝুলিতে।

আরও পড়ুন:  Mohammedan : সুপার সিক্সের প্রথম ম্যাচে বড় জয় মোহমেডানের

Featured article

%d bloggers like this: