24 C
Kolkata

IFA : আইএফএ’র তরফে দেওয়া হল ‘অনন্যা সম্মান’

নিজস্ব প্রতিবেদন : প্রতিটি সফল পুরুষের পিছনেই থাকে একজন নারীর অবদান। আন্তর্জাতিক নারী দিবসের দিনে বঙ্গ ফুটবলের সর্ব্বোচ্চ নিয়ামক সংস্থা আইএফএ’র তরফে অনন্যা সম্মান দেওয়া হল প্রয়াত ফুটবলার সুভাষ ভৌমিকের স্ত্রী শুক্লা ভৌমিক ও সুরজিত সেনগুপ্তর শ্যামলী সেনগুপ্ত’কে। এছাড়াও অনন্যা সম্মান দেওয়া হল ফিফা রেফরি কণিকা বর্মন, প্রাক্তন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদারকে। এদিনের অনুষ্ঠানে আইএফএ’র তরফে অনন্যা সম্মান তুলে দেওয়া হয় মহিলা ক্রীড়া আংবাদিক সুস্মিতা গঙ্গোপাধ্যায়কে। ময়দানের পরিচিত মুখ তথা ইউনাইটেড স্পোর্টস-এর কর্নধার নবাব ভট্টাচার্যের স্ত্রী অনিন্দিতা ভট্টাচার্যকেও সম্মানিত করা হয়। অনন্যা সম্মান প্রদান করা হয় বাংলার ফুটবলার মহম্মদ রফিকের মা রাবিয়া বিবি ও হীরা মন্ডলের মা বাসন্তী মণ্ডল’কে। কৃতি ফুটবলারদের মায়েদের সম্মান জানানোয় খুশি মহম্মদ রফিক ও হীরা মন্ডল। সম্মান জানানো হয় কন্যাশ্রী কাপে অংশ নেওয়া দলগুলিকেও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক দেবাশীষ কুমার, আইএফএ-র চেয়ারম্যান সুব্রত দত্ত, বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়, মোহনবাগানের অর্থ সচিব দেবাশীষ দত্ত, আইএফএ-র সচিব জয়দীপ মুখোপাধ্যায়, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, আইলিগের সিইও সুনন্দ ধর, প্রমুখ। পুরস্কার দিতে গিয়ে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ফুটবলের সঙ্গে জড়িত এই মহিলাদের সম্মান জানাতে পেরে আমি গর্বিত।’’ এর পাশাপাশি তিনি বলেন “যেদিন বাংলার ফুটবলে পুরুষ ও মহিলা’দের সমান পুরষ্কার মূল্য দেওয়া হবে সেইদিনই এই অনুষ্ঠান প্রকৃতপক্ষে সফল হবে।

আরও পড়ুন:  Neymar : ব্রাজিল শিবিরে দুশ্চিন্তার নাম নেইমার

Featured article

%d bloggers like this: