নিজস্ব প্রতিবেদন: প্রয়াত ভারতের বর্ষীয়ান ফিফা রেফারি সুমন্ত ঘোষ। বৃহস্পতিবার ভোর রাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাক বিশ্বকাপ, প্রাক অলিম্পিক, এফসি কাপ, নেহেরু কাপের মতো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে রেফারিং করার অভিজ্ঞতা ছিল তাঁর। ১৯৯৭ সালে অবসর নেওয়ার পরেও রেফারি প্রশিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে সুমন্ত ঘোষকে। এছাড়াও আইএফএর ম্যাচ কমিশনার হিসেবেও কাজ করেছেন তিনি। খেলার মাঝে তাত্ক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য পরিচিত ছিলেন কিংবদন্তি এই রেফরি। তাঁর ম্যাচ পরিচালনা করার ক্ষমতা নিয়ে বারবার আলোচনা হয়েছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ময়দান জুড়ে।