নিজস্ব প্রতিবেদন: নিউজিল্যান্ডকে অবলীলায় হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। শনিবার রায়পুরে জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মাত্র ২০.১ ওভারে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। শুভমন গিল ৪০ রানে ও ঈশান কিষাণ ৮ রানে অপরাজিত থাকেন। এদিন জয়ের ফলে সিরিজের তৃতীয় ম্যাচ কার্যত নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়াল। এদিন টসে জিতে কিউইদের শুরুতে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক। মহম্মদ শামি সহ ভারতীয় বোলারদের আগুনে বোলিংয়ে ঝলসে যায় নিউজিল্যান্ড। তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে সফরকারী দলের ব্যাটিং লাইন আপ। ১০৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। গ্লেন ফিল্লিপস, মিচেল সান্তনার, ব্রেসওয়েলরা কিছুটা না লড়লে হয়তো একদিনের ম্যাচে সর্বনিম্ন স্কোর করার মতো লজ্জায় পড়তে হত সফরকারী দলকে।
জয়ের জন্য মাত্র ১০৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দেখেশুনে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। আগের ম্যাচে দ্বিশতরান করা গিল এদিন অবশ্য প্রথম দিকে খানিকটা গুটিয়ে ছিলেন। ৪৭ বলে অর্ধ শতরান পূর্ণ করেন রোহিত শর্মা। ৫০-এর গণ্ডি পেরনোর ক্ষেত্রে তিনি সাতটি চার ও দুটি ছক্কা হাঁকান। ১৪ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় বিনা উইকেটে ৭২। অর্ধ শতরানের পরেই চালিয়ে খেলতে গিয়ে হেনরি শিপলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক (৫০ বলে ৫১ রান)। রোহিত ফেরার পরে শুভমনের সঙ্গে জুটি বাঁধেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। দুজনে দেখে শুনে খেলে দলকে জয় এনে দেন। ৯ বলে ১১ রান করে মিচেল সান্তনারের বলে উইকেটরক্ষক তথা নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের হাতে সহজ ক্যাচ দিয়ে আউট হন প্রাক্তন ভারত অধিনায়ক। দু্ই উইকেটের বিনিময়ে ভারতের রান দাঁড়ায় ৯৮। বিরাট ফেরার সময়ে জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র ১১ রান। ২১ তম ওভারের প্রথম বলেই চার মেরে দলকে জয় এনে দেন গিল। শেষ পর্যন্ত তিনি ৪০ রানে ও ঈশান কিষাণ ৮ রানে অপরাজিত থাকেন।