25 C
Kolkata

India vs Pakistan: হার্দিক-বিরাট শেষ ভরসা! ১১.১ ওভারে এল প্রথম ছয়

মেলবোর্ন: থমথমে সানডে ধামাকা। ১১.১ ওভারে প্রথম ছয় বের হল ভারতের ব্যাট থেকে। হার্দিকের ব্যাটেই শুভারম্ভ। রিভিউতে প্রাণ ফিরে পেয়ে ছয় মারেন বিরাট কোহলিও। ১২ ওভারে মোট ৩টে ৬ এসেছে এঁদের ব্যাটেই। আশার হাসি ভারত সমর্থকদের মুখে। প্রয়োজনীয় রানরেট এখনও ১০ এর উপরেই (১০.৬)। বর্তমানে ৬.৪৭ রানরেটে এগোচ্ছে ভারত।

টিভির সামনে বসে নখ কাটছে ভারতীয়রা। কী হয়! কী হয়! ১৬০ -এর লক্ষ্যে ৪ ওভারে ২ উইকেট হারিয়েছে ভারত। মাত্র ৮ রানে প্যাভেলিয়নে ফিরতে হয়েছে রোহিত শর্মা ও কে এল রাহুলকে। ৭ বলে ২ রান করে মাঠে রয়েছেন বিরাট কোহলি। এরপরের ভরসা সূর্যকুমার যাদব প্যাভেলিয়ন ফিরেছেন ১০ বলে ১৫ রান করে। মাঠে নেমেছেন অক্ষর পাটেল। দলের এই সিদ্ধান্তে খুশি নন সমর্থকেরা। হার্দিক পান্ডেয়া খেলছেন। সময় থাকতে কেন তাঁকে নামানো হল না? ভয়াবহ আকার নিচ্ছে পাকিস্তানের বোলিং প্রেসার। সেই কথা ভেবেই শুরুর দিকে হার্দিককে নামানোর কথা ভাবছে না বলে মনে করছেন অনেকে। এরপরই আউট হন অক্ষর পাটেল। ৩ বলে ২ রান করে প্যাভেলিয়নে ফেরত। আপাতত ক্রিসেই আছেন বিরাট-হার্দিক। এই জুটির হাত ধরেই জয় ফিরতে পারে।

Featured article

%d bloggers like this: