নিজস্ব প্রতিবেদন: আজ বিকেল ৫:৩০-এ হো চি মিন সিটিতে ভিয়েতনামের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল দল। গত শনিবার সিঙ্গাপুরের বিরুদ্ধে ড্র করার পর আজ ভিয়েতনামকে পরাস্ত করতে মরিয়া সুনীল ছেত্রীরা। সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ১০৪ নম্বরে রয়েছে ভারত। সেখানে ভিয়েতনাম রয়েছে ৯৭ নম্বরে। এপর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ৮ ম্যাচে জয় পেয়েছে ভারত। পক্ষান্তরে ভিয়েতনাম জয় পেয়েছে তিন ম্যাচে। শেষবার পুনেতে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ভারত। হ্যাটট্রিক করেছিলেন সুনীল ছেত্রী।
আজ ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় ভিয়েতনাম হো চি মিন সিটির থং নাট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। জিও টিভির পর্দায় সরাসরি ম্যাচটি দেখা যাবে।
ভারতের সম্ভাব্য একাদশ:
গুরপ্রীত (গোলরক্ষক), নওরেম রোশন সিং, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্ঘান, আকাশ মিশ্র, অনিরুদ্ধ থাপা, জিকসন সিং, ছাংতে, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, সুনীল ছেত্রী (অধিনায়ক)।