নয়াদিল্লি: ২০২৭ এএফসি এশিয়ান কাপ আয়োজনের থেকে বিড তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সোমবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ আয়োজনের বিড তুলে নেওয়া হল। ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘এএফসি এশিয়ান কাপের মত বড় ইভেন্ট আয়োজনের আগে আমাদের লক্ষ্য প্রকৃত ফুটবলের সংগঠনের ভিত তৈরি করা।’ ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এই জানিয়েছেন, ‘ভারত সর্বদাই বড় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে অত্যন্ত যোগ্য ও নির্ভরযোগ্য। আর সেটি সদ্য অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে তা তুলে ধরেছি। যদিও, কার্যকরী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে ফেডারেশনের বর্তমান লক্ষ্য গ্রাসরুট থেকে ইউথ ডেভেলপমেন্টে প্রতিটা জায়গায় উন্নতি করার। একই সময়ে, আমাদের স্টেকহোল্ডার ও রাজ্য সংস্থাগুলিকে আরও শক্তিশালী করতে হবে এবং ক্লাবগুলির সঙ্গে কাজ করে ঘরোয়া পর্যায়ে ফুটবলের সমস্ত বিষয়ে পরিবর্তন আনার। চলতি মাসের শেষে যে রোডম্যাপ ঘোষণা করা হবে, সেটি নিয়ে আমরা কাজে নেমে পড়ব।’ এআইএফএফ সচিব শাজি প্রভাকরণ জানিয়েছেন, ‘আমাদের উদ্দেশ্য খুবই সাধারণ। বড় টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবার আগে গুরুত্ব সহকারে আমাদের খেলার উন্নতি প্রয়োজন।’