29 C
Kolkata

AIFF : বর্ষসেরা ফুটবলার সুনীল, মহিলা সেরা ফুটবলার মণীষা

নিজস্ব প্রতিবেদন: ২০২১-২২ মরশুমের সেরা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করল ভারতীয় ফুটবল ফেডারেশন। গত মরশুমের সেরা যুব পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিক্রম প্রতাপ সিং। আইএসএলে মুম্বই সিটি এফসির জার্সিতে খেলেন বিক্রম। অনুর্ধ্ব ১৭ থেকে জাতীয় দলের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করেছেন বিক্রম প্রতাপ। সেখানেও তাঁর পারফরম্যান্স বেশ নজরকাড়া। পাশাপাশি সেরা মহিলা যুব ফুটবলার নির্বাচিত হয়েছেন মার্টিনা থকচম।

এআইএফএফের বিচারে বর্ষসেরা মহিলা ফুটবলার নির্বাচিত হয়েছেন মণীষা কল্যাণ। ভারতীয় দলের জার্সিতে খেলার পাশাপাশি গত চার মরশুম গোকুলম কেরালা এফসির মহিলা দলের হয়ে খেলেছেন মণীষা। চলতি বছরেই প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ক্লাব আপোলান এফসিতে সই করেছেন ভারতের এই তারকা মহিলা ফুটবলার। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। বর্তমানে তাঁর বয়স ৩৮। বয়স যে শুধুই সংখ্যামাত্র সেটা আরও একবার প্রমাণ করলেন সুনীল। এই বয়সে সেরা ফুটবলারের পুরষ্কার পাওয়া এদেশে বেনজির বললেই চলে। গত মরশুমে জাতীয় দলের জার্সিতে চারটি গোল করেছেন সুনীল।

আরও পড়ুন:  Emami East Bengal : চ্যাম্পিয়ন লাল হলুদের মহিলা দল
আরও পড়ুন:  BCCI : সৌরভ-জয় শাহর ভবিষ্যৎ নির্ধারন ১৮ অক্টোবর  

Related posts:

Featured article

%d bloggers like this: