25 C
Kolkata

মণিকা বাত্রা বিতর্কে আদালতে ধাক্কা খেল ফেডারেশন

নিজস্ব সংবাদদাতা: চলতি বছরের টোকিও অলিম্পিকের আগে থেকেই মণিকা বাত্রার সঙ্গে ঝামেলা চলছিল ফেডারেশন কর্তাদের। অলিম্পিকের আসরে তা যেন একেবারে সামনে চলে আসে। এরফলে দোহাতে এশিয়ান টেবিল টেনিস প্রতিযোগিতার জন্য জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে মণিকা বাত্রাকে। এরপরই পরিস্থিতি এমন জায়গায় যায় যে, আদালতকে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়। অবশেষে সেই বিতর্কে দিল্লি হাইকোর্টে সাময়িক ধাক্কা খেল টেবিল টেনিস ফেডারেশন। দেশের হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে হলে জাতীয় শিবিরে যোগ দেওয়া বাধ্যতামূলক বলে ফেডারেশনের যে নিয়ম রয়েছে, তার ওপর সাময়িক স্থগিতাদেশ দিল দিল্লির হাইকোর্ট।

উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দোহায় শুরু হতে চলেছে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। সেইজন্য গত ১৫ সেপ্টেম্বর ঘোষিত হয় ভারতীয় দল। কিন্তু সেই দল থেকে বাদ দেওয়া হয়েছে মণিকাকে । তাঁর পরিবর্তে দলনায়ক করা হয়েছে সুতীর্থা মুখোপাধ্যায়কে। বর্তমানে বিশ্ব ক্রমতালিকার ৯৭ নম্বর স্থানে রয়েছেন সুতীর্থা । আসন্ন টুর্নামেন্টে তাঁকে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে, আইহিকা মুখোপাধ্যায়, অর্চনা কামাথের মতো তরুণ প্রতিভাবানদের।

এদিকে অভিজ্ঞতায় এঁদের থেকে অনেকটাই এগিয়ে থাকা মণিকাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া নিয়ে তৈরি হয় বিতর্কও । এই ইস্যুতে গর্জে ওঠেন মণিকা নিজেও । গত ১৭ সেপ্টেম্বর প্রথমে ভারতীয় টেবিল টেনিস ফেডারেশনকে এই ইস্যুতে চিঠি লেখেন তিনি । তাতে কাজ না হওয়ায় তিনি সরাসরি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। দোহায় অনুষ্ঠিত হতে চলা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের সদস্য হতে চান মণিকা তিনি। সেই আশা নিয়েই মণিকা আদালতে আবেদনপত্র দাখিল করেন। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রাথমিক নির্দেশ দেন বিচারক।

উল্লেখ্য, দোহার এই অনুষ্ঠানের জন্য হরিয়ানার সোনিপথে একটি অনুশীলন শিবিরের আয়োজন করেছিল ভারতীয় টেবিল টেনিস ফেডারেশন। তাতে যোগ দেননি মণিকা । সে কারণেই তাঁকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে ফেডারেশেনের তরফে জানানো হয়েছে। সংস্থার নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড় জাতীয় শিবিরে যোগ না দিলে তাঁকে আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঠানো হবে না। বৃহস্পতিবার সেই নিয়মের ওপরই সাময়িক স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট।

Featured article

%d bloggers like this: