27 C
Kolkata

কাটল ১৬ বছরের খরা, হকিতে ব্রোঞ্জ ভারতের

বার্মিংহাম: কাটল ১৬ বছরের খরা। মহিলাদের হকিতে নিউজিল্যান্ডকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত। গত বছর টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে প্রথমবার পদক জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় মহিলা দলের। গতবার ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসেও ব্রোঞ্জ জয়ের ম্যাচে হারতে হয়েছিল। তবে এবার পদক এল। এবার আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে হাতছাড়া হয়েছিল সোনা বা রূপো। কিন্তু ভারতীয় মহিলা হকি দল যে বার্মিংহ্যাম পারি দিয়েছিল পদক জয়ের জন্য তা ব্রোঞ্জ মেডেল ম্য়াচ জিতে বুঝিয়ে দিলেন। রদ্ধশ্বাস শুট আউটে জিতে পদক নিশ্চিত্‍ করল ভারতের মেয়েরা। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ভারতীয় মহিলা হকি দল মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের। প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল ভারতের মেয়েরা। ম্যাচের ৫৯ মিনিট পর্যন্ত ১-০ এগিয়ে থেকেও শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল হজম করেছিল ভারত। এরপর পেনাল্টি শ্যুট আউটে জিতে ব্রোঞ্জ জিতল ভারতীয় মহিলা হকি দল। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পেনাল্টি শ্যুটআউটেই দুর্ভাগ্যজনকভাবে হেরেছিল ভারতীয় মহিলা হকি দল।

আরও পড়ুন:  INDW Win : ভারতকে জেতালেন জেমাইমা
আরও পড়ুন:  City of Jackals:এবার শীতের শুরুতেই সায়নী কাঁপাবে 'সিটি অফ জ্যাকেলস'- এ

Related posts:

Featured article

%d bloggers like this: