নিজস্ব প্রতিবেদন: হরিয়ানাকে বড় ব্যবধানে পরাস্ত করে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা। শুক্রবার লাহলিতে হরিয়ানার বিরুদ্ধে ইনিংস এবং ৫০ রানে জয় পেল মনোজ তিওয়াড়ার দল। এই জয়ের ফলে ৭ পয়েন্ট অর্জন করল বাংলা। হরিয়ানার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিলেন আকাশ দীপ। রঞ্জি ট্রফির এলিট গ্রুপ এ-র ম্যাচের দ্বিতীয় দিনেই প্রথম ইনিংসে ২৫৬ রানের লিড নিশ্চিত করে ফেলেছিল মনোজ, অনুষ্টুপরা। বাংলার ৪১৯ রানের জবাবে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় হরিয়ানার প্রথম ইনিংস। আকাশ দীপ নেন ৫ উইকেট। ফলোওন দিয়ে হরিয়ানাকে আবার ব্যাট করতে পাঠায় বাংলা। দ্বিতীয় ইনিংসের শুরুটা বেশ ভালোই করেছিলেন হরিয়ানার দুই ওপেনার চৈতন্য বিষ্ণোই ও তরুণ যুবরাজ সিং।
তৃতীয় দিনে ২৫৬ রান পিছিয়ে থেকে খেলা শুরু করেছিল হরিয়ানা। ১২৯ রানে প্রথম উইকেট হারায় তারা। নিজস্ব ৫৫ রানে প্যাভিলিয়নে ফেরেন চৈতন্য বিষ্ণোই। এরপর ব্যাক্তিগত ৭৮ রানে আউট হন যুবরাজ সিং। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হরিয়ানা। তাসের ঘরের মত ভেঙে পড়ে হরয়ানার ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত চতুর্থ দিনের প্রথম সেশনেই ২০৬ রানে অল আউট হয় হরিয়ানা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন আকাশ দীপ। তিন উইকেট নেন মুকেশ কুমার। দুটি উইকেট নেন ঈশান পোড়েল। এই জয়ের পর বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, ‘খুব ভাল জয়। তবে এখনই আনন্দ করার সময় নয়। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আমাদের এখনও অনেক দুর যেতে হবে। আমরা যেভাবে একটা দল হিসেবে খেলছি,বাকি ম্যাচ গুলোতেও সেই ভাবে খেলে সেরাটা মাঠে দিতে চাই।’