23 C
Kolkata

রোহিত ঝড়ে উড়ে গেল নাইটরা

নিজস্ব সংবাদদাতা : মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই কলকাতা নাইট রাইডার্সের গলার কাঁটা । এই নিয়ে ২৬টি ম্যাচে মুম্বই জিতল ২০ বার। ছ’বার জিতেছে কেকেআর । বুধবার আবু ধাবিতেও হার মানতে হল দীনেশ কার্তিকদের। রোহিত ও বুমরার জোড়া ফলায় বাজিমাত , আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্সের।শুরুতেই টস জিতে রোহিতদের ব্যাট করতে পাঠায় দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কাজে আসলো না নারিন দের কোনো পরিকল্পনাই।নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে রোহিত ব্রিগেড।প্রথমে ৮ রানের মাথায় প্রোটিয়াস তারকা কুইন্টন ডি’কক কে প্যাভিলিয়নে ফেরত্‍ পাঠালেও , যত ই সময় গেছে ছন্দ হারিয়েছে কেকেআর। এক, অবশ্যই পাওয়ারপ্লে-তে ২৬ রানের ফারাক। দুই, রোহিত শর্মার ৮০ রানের ইনিংস। তিন, যশপ্রীত বুমরার করা ১৬তম ওভারে আন্দ্রে রাসেল ও মর্গ্যানের ফিরে যাওয়া। চার, মুম্বইয়ের ক্ষুরধার ফিল্ডিং। এই চারটি কারণেই এ বারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে ৪৯ রানে হারতে হল নাইটদের। প্রথম ছয় ওভারে এক উইকেট হারিয়ে ৫৯ রান করেছিল মুম্বই। রোহিত শর্মার প্রিয় জায়গায় বল করে কাজ সহজ করে দেয় প্যাট কামিন্স। সন্দীপ ওয়ারিয়রকে এক ওভারে চারটি চার মেরে ছন্দে ফেরে সূর্যকুমার যাদব। জবাবে সুনীল নারাইনকে নামিয়ে ওপেনিংয়ে চমক দিতে চেয়েছিল কেকেআর। ব্যাট করতে নেমে শুরুতেই পরপর দু’‌উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতার নাইট শিবির। দুই ওপেনার শুভমান গিল ৭ রানে, এবং সুনীল নারিন ৯ রানে ব্যর্থ হয়ে ফিরে যান। তবে তিন নম্বরে নামা দলের আধিনায়ক দীনেশ কার্তিক এবং নীতীশ রানা দলের হাল ধরবেন বলে আশা করলেও মাত্র ৩০ রান করেই ফিরে যেতে হয় এই নাইট অধিনায়ককে। এরপর ‌২৪ রান করেই ফিরে যান নীতীশ রানাও। জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ৫০ বলে ১১৯ রান।এরপর ২২ গজে নামেন আন্দ্রে রাসেল। নাইট অনুরাগীদের এত আশা, এত ঔত্‍সুক্য যে এবার হয়ত রাসেল ঝড় উঠবে। কিন্তু গতবারের রাসেল এদিন ব্যর্থ হন। মর্গ্যান-রাসেল জুটি অনেক চেষ্টা করলেও, এদিন কিন্তু শেষরক্ষা হয়নি।

Featured article

%d bloggers like this: