নিজস্ব প্রতিবেদন: ক্রীড়া প্রেমীদের কাছে আইপিএল একটি অন্যতম ক্রিকেট খেলা। তবে সম্প্রতি আইপিএলের নিলামি শেষ হয়েছে। অধিক টাকার বিনিময় প্রত্যেকটি টিম তাদের নিজেদের পছন্দমত খেলোয়ারকে বেছে নিয়েছেন। তবে কবে থেকে শুরু হচ্ছে আইপিএল তা জানতে অধীর আগ্রহে বসে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তবে চলুন এবার জেনে নেওয়া যাক কবে থেকে শুরু হচ্ছে আইপিএল।

আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে চলতি বারের আইপিএল। ফাইনাল খেলা হবে ২৮মে। আইপিএল ২০২৩-এও ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম দিন মুখোমুখি হতে চলেছে গতবারের আইপিএলের চ্যাম্পিয়ন টিম গুজরাত ও চেন্নাই সুপার কিংস। তবে ঠিক তার পরে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস খেলতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। চলতি বারের আইপিএলের যে দুটি বিভাগ করা হয়েছে সেই বিভাগ গুলি হল-

গ্রুপ ‘এ’-তে মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়েন্টস। গ্রুপ ‘বি’তে চেন্নাই সুপার কিংস, পঞ্জাব সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটানস।আইপিএলের গ্রুপ পর্বে মোট ৭০ টি ম্যাচের মধ্যে মোট ১৮টি ডবল হেডার রয়েছে। আর ২১ মে হবে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ।