18 C
Kolkata

IPL Eden : ইডেনে ফিরছে আইপিএল, জানালেন বোর্ড সভাপতি

নিজস্ব প্রতিবেদন: ইডেনে ফিরছে আইপিএল। তাও একশো শতাংশ দর্শক সহ । এমনটাই জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএল এর লিগ ম্যাচগুলি মহারাষ্ট্রের চারটি স্টেডিয়ামে হলেও, প্লে অফের ম্যাচ কলকাতায় হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। ২৪ ও ২৫ মে আইপিএল এর প্লে অফের দু’টি ম্যাচ ইডেনে হবে জানা গিয়েছে। ফাইনাল ম্যাচটি সম্ভাবত আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে সারম্বরে আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠানও হবে বলে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে।

করোনা সংক্রমণের জেরে গত দু’বছর ধরে আইপিএল দেশের বাইরে আয়োজন করতে হয়েছে বিসিসিআই’কে। ২০২০ সালে সম্পুর্ণ আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হয়। এর পর গতবছর আইপিএল ভারতে ফিরলেও, করোনার দ্বিতীয় ঢেউ এবং ক্রিকেটারদের মধ্যে সংক্রমণের জেরে মাঝপথেই টুর্নামেন্ট স্থগিত করতে হয়। পরবর্তীতে আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে স্থানান্তরিত করা হয়। চলতি বছরে করোনার প্রকোপ কিছুটা কমায় মহারাষ্ট্রের চারটি স্টেডিয়ামে পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। তবে, প্লে অফ ও ফাইনাল কোথায় হবে, তা এতদিন জল্পনা চলছিল। সেক্ষেত্রে এগিয়ে ছিল কলকাতার ইডেন গার্ডেন্স ও আহমেদাবাদ স্টেডিয়াম। এ বার সেই খবরেই শিলমোহর দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে ফিরছে দর্শকও। জানা গিয়েছে একশো শতাংশ দর্শক ফিরতে পারে ইডেনে গ্যালারিতে। তবে, সংখ্যা নিয়ে নিশ্চিতভাবে বিসিসিআই সভাপতি কিছু জানাননি।

আরও পড়ুন:  ATK MohunBagan : জামশেদপুরকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক চান প্রীতম

Featured article

%d bloggers like this: