নিজস্ব প্রতিবেদন: শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন বাঙালি কন্যা মেহুলি ঘোষ। চলতি আইএসএসএফ শুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ফাইনালে ভারতকে স্বর্ণপদক এনে দিলেন মেহুলি ঘোষ এবং শাহু তুষার মানের জুটি। চলতি শুটিং বিশ্বকাপে এই নিয়ে তিনটি পদক জিতে নিলেন ভারতীয়রা। চলতি শুটিং বিশ্বকাপে মেহুলির পারফরম্যান্স প্রথম থেকেই নজর কেড়েছিল। মঙ্গলবারই পদক নিশ্চিত করেছিলেন মেহুলি-তুষার জুটি। আর বুধবার হাঙ্গেরির এজটার মেসজারোস এবং ইস্তভান পেনের জুটিকে ১৭-১৩ ব্যবধানে পরাজিত করে সোনা জিতে নেন মেহুলি ও তুষার।

এই নিয়ে শ্যুটিংয়ে দুবার সোনা জিতলেন মেহুলি। এর আগে ২০১৯ সালে নেপালে আয়োজিত সাউথ এশিয়ান গেমসেও স্বর্ণপদক জিতেছিলেন তিনি। এর আগে যুব অলিম্পিকেও পদক জিতেছিলেন মেহুলি। কমনওয়েলথ গেমসে জিতেছিলেন রুপো। কাজেই বাঙালি শুটার যে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে চলেছেন তা আর বলার অপেক্ষা রাখেনা। তবে এদিন ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন শাহু তুষার। অন্যদিকে এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে আরেক ভারতীয় জুটি পলক ও শিবা নারওয়াল। ১৬-০ ফলে তাঁরা উড়িয়ে দিয়েছেন কাজাখস্তানের জুটিকে। সেইসঙ্গে দুটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।