নিজস্ব প্রতিবেদন: ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পোল্যান্ড। রবিবার ফ্রান্সের কাছে ৩-১ গোলে হেরে কাতারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে বিশ্ব ফুটবলের আঙিনায়। এবার কি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন লেওয়ানডস্কি? ২০২৬ সালে পরবর্তী বিশ্বকাপ তাঁর বয়স হবে ৩৮। আর এই কারণেই পরবর্তী বিশ্বকাপে তাঁকে খেলতে দেখার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ম্যাচের পর দেওয়া একটি সাক্ষাত্কারে লেওয়ানডস্কি বলেছেন, ‘শরীর নিয়ে আমি চিন্তিত নই। কিন্তু ফুটবলের বাইরেও অনেক কিছু বিষয় রয়েছে। তবে এখন যা পরিস্থিতি অবসর নিয়ে বলাটা কঠিন বিষয়। খেলার দিক থেকে বলতে গেলে, আমি বয়স নিয়ে ভয় পাই না। অনেক কিছু বিষয় রয়েছে, তাই সব কিছু বিচার করে এখনই বলা কঠিন, যে এটাই আমার শেষ ম্যাচ ছিল কি না।’